এগিয়ে এলেন কয়েকশো তবলিঘি সদস্য, করোনা চিকিত্সার জন্য দান করলেন প্লাজমা

Apr 28, 2020, 13:20 PM IST
1/5

1

1

করোনা চিকিত্সার জন্য প্লাজমা দান করছেন তবলিঘি জামাতের ৩৫০ সদস্য।

2/5

2

2

সোমবার থেকে তাদের প্লাজমা নেওয়ার কাজ শুরু হয়েছে দিল্লির সুলতানপুরী ও নারলার কোভিড কেয়ার সেন্টারে। ইতিমধ্যেই সেখানে প্লাজমা দিয়েছেন ১৫ তবলিঘি সদস্য। বাকীরাও প্লাজমা দেবেন। অবশ্য কোভিড সংক্রমণ ছড়ানোর জন্য তবলিঘি জামাতের দিকে আঙুল উঠলেও প্লাজমা দানের ক্ষেত্রে কোনও আপত্তি এখনও পর্যন্ত ওঠেনি।

3/5

3

3

উল্লেখ্য, দেশে করোনা মোকাবিলায় প্লাজমা থেরাপি বেশ কাজ দিচ্ছে। কেরলের পর এবার দিল্লিও কাজ শুরু করেছে। দিল্লির লোক নায়ক হাসপাতালের পর এইমসে প্লাজমা দিয়ে করোনা চিকিত্সা শুরু হবে।

4/5

4

4

এইমসের মেজিক্যাল সুপার ডা ডি কে শর্মা জানিয়েছেন, আইসিইউতে ভর্তি কোনও কোভিড রোগীকে ওই প্লাজমা দেওয়া হবে। যাদের রেসপিরেটরি রেট ৩০ এর থেকে বেশি তাদেরই এই থেরাপি দেওয়া হয়।

5/5

5

5

উল্লেখ্য, যে ব্যক্তি করোনা মুক্ত হয়েছেন তাঁর শরীরে করোনার সঙ্গে লড়াই করার মতো একটি অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। ফলে তাঁর প্লাজমায় থাকে সেই অ্যান্টিবডি। সেটাই দেওয়া হচ্ছে কোভিড আক্রান্তের শরীরে।