দেশের অধিকাংশ করোনা রোগীর মধ্যে রোগের উপসর্গ কম বা খুবই কম

Apr 08, 2020, 20:20 PM IST
1/5

1

1

দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫১৯৪-এ। মৃত ১৪৯। দুপুরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।

2/5

4

4

লব আগরওয়াল এদিন বলেন, দেশে আক্রান্তদের অনেকেরই উপসর্গ কম বা খুবই কম।

3/5

3

3

এইসব কম উপসর্গ-যুক্ত রোগীদের জন্য তৈরি করা হচ্ছে কোভিড কেয়ার সেন্টার।

4/5

4

4

লব আগরওয়াল এদিন জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত ১,২১,২৭১ জনের কোভিড টেস্ট হয়েছে। ১৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

5/5

5

5

দেশে এখন ও ভবিষ্যতে যে পরিমাণ হাইড্রক্সিক্লোরাকুইনের প্রয়োজন হবে তা সরবারহে অসুবিধে হবে না।