ঘরে ফিরতে মরিয়া লড়াই, দিল্লির আনন্দবিহারে উপচেপড়া ভিড় পরিযায়ী শ্রমিকদের

Mar 28, 2020, 23:51 PM IST
1/5

S 5

S 5

দেশজুড়ে লকডাউনে স্তব্ধ গোটা দেশ। এর ফলে দেশের বিভিন্ন অংশে আটকে পড়ছেন শয়ে শয়ে শ্রমিক। দিল্লিতেও সেই একই অবস্থা। অনেকেই জাতীয় সড়ক ধরে গ্রামে ফেরার জন্য রাস্তা ধরেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই ছিল।

2/5

S 4

S 4

শনিবার হরিয়ানা, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশের কয়েক হাজার শ্রমিক জড়ো হন দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তের আনন্দবিহারে। ঘরে ফিরতে মরিয়া তাঁরা।

3/5

S 3

S 3

করোনাভাইরাসের আতঙ্ককে উপেক্ষা করে তাঁরা ভিড় জমান আনন্দবিহার টার্মিনাসে। তাঁদের সঙ্গে মহিলা ও শিশু।

4/5

S 2

S 2

রাজ্যের শ্রমিকদের ফেরানোর জন্য ১০০০ বাসের ব্যবস্থা করেছিল উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি, দিল্লি সরকার ব্যব্স্থা করেছিল ১০০ বাসের। সেইসব বাস ধরার জন্যই শ্রমিকরা ভিড় জমান বাস টার্মিনাসে।

5/5

s 1

s 1

ওইসব শ্রমিকদের অধিকাংশেরই আয় এখন বন্ধ। ফলে গ্রামে ফিরে যেতে মরিয়া তাঁরা। ফলে যে বাসে ৫০-৬০ জন বসার কথা সেখানেই চড়ে বসেন ১০০ জনেরও বেশি মানুষ। সবার একটাই কথা, আগে পালিয়ে বাঁচি। না হলে না খেয়েই মরতে হবে।