করোনার কোপ: সব রকম ঋণের EMI ৬ মাসের জন্য পিছিয়ে দেওয়া হোক, প্রস্তাব কেন্দ্রকে

| Mar 26, 2020, 16:15 PM IST
1/7

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

করোনা আতঙ্কের জেরে শেয়ার বাজারে ধস নেমেছে আগেই। লক ডাউনের পর এখন সাধারণ মানুষের পকেটেও টান পড়েছে। দিন-আনা দিন-খাওয়া মানুষগুলোর দুবেলার খোরাক জোগাড় করাটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

2/7

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

এই পরিস্থিতিতে আর্থিক ধাক্কা সামাল দিতে মোদী সরকারকে ৮ দফা প্রস্তাব দিয়েছে কংগ্রেস। মহামারি প্রতিরোধে বৃহস্পতিবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

3/7

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

দেশজুড়ে লক ডাউনের জেরে দেশের সাধারণ মানুষ যাতে অনাহারে বা অর্থ কষ্টে না ভোগে, সে জন্য দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীকে ৮টি পরামর্শ দিয়েছেন কংগ্রেস সভানেত্রী।

4/7

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

এই জরুরি পরিস্থিতিতে আর্থিক ধাক্কা সামাল দিতে তাঁর ৮ দফা প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হল, ৬ মাসের জন্য সমস্ত রকমের ঋণের EMI পিছিয়ে দেওয়া, ক্ষেতমজুর, দিনমজুর ও কৃষিজীবী মানুষদের সরাসরি অর্থ সরবরাহ করা।

5/7

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

তাঁর প্রস্তাব, আগামী ২১ দিনের কথা মাথায় রেখে দেশের সমস্ত জনধন অ্যাকাউন্টে সরকারি ভাতা প্রাপ্ত নির্মাণ কর্মী, দিনমজুর এবং শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি ৭,৫০০ টাকা করে দেওয়া হোক।

6/7

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

এছাড়াও আগামী ২১ দিনের কথা মাথায় রেখে দেশের সব রেশন কার্ড হোল্ডারদের ১০ কেজি চাল আর গম বিনামূল্যে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

7/7

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

কংগ্রেসের ৮ দফা প্রস্তাব

বৃহস্পতিবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, দেশের কোনও মানুষ ক্ষুধার্ত থাকবে না। এ জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার খাদ্য সুরক্ষা প্রকল্প ঘোষণা করেছেন তিনি। যে সব চিকিত্সক, নার্স এবং স্বাস্থকর্মীরা প্রতিদিন লড়ছেন, তাঁদের জন্য ৫০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন।