Planning Pregnancy: কোভিড-পর্বে প্রেগন্যান্সি ক্ষতিকর? প্রেগন্যান্সি-কালে টিকাকরণ চলবে?
গর্ভে নবজাতককে ধারণ করা রীতিমতো কঠিন এক কাজ।
মা হওয়া কি মুখের কথা? এটি এক বিখ্যাত বাংলা গানের লাইন। বাস্তবে এটিই অবশ্য় সকলের মনের কথা। অর্থাৎ, অন্তঃসত্ত্বা হওয়া এবং গর্ভে এক নবজাতককে ধারণ করা রীতিমতো কঠিন এক কাজ। এতে সংশ্লিষ্ট নারীটির নানা দৈহিক, মানসিক, হরমোনাল, আবেগগত সঙ্কট তৈরি হয়।
1/6
মা হওয়া কি মুখের কথা?
2/6
অপেক্ষা
তবে কি অপেক্ষাই শ্রেয়? কোভিড-কালে প্রেগন্যান্ট হওয়া নিয়ে একটু ভাবনাচিন্তা জরুরি বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা। তাঁরা বলছেন, এই সময়ে, মানে, কোভিড সংক্রমণ-কালে বা সংশ্লিষ্ট মহিলা কোভিডে সংক্রমিত হলে তাঁর পক্ষে সন্তানধারণ একটু পিছিয়ে দেওয়াই ভালো। কেননা, সম্পূর্ণ সেরে ওঠার ক্ষেত্রে কোনও অন্তরায় ঘটলে ওই প্রসূতি বা সন্তানের শরীরের ক্ষেত্রে তা খারাপ প্রভাব ফেলবে।
photos
TRENDING NOW
3/6
গাইডলাইন
4/6
পরামর্শ
5/6
প্রেগন্যান্সি-কালেই কোভিড সংক্রমণ
তবুও যদি প্রেগন্যান্সি-কালেই কোনও ভাবে আপনি কোভিড-আক্রান্ত হয়ে পড়েন, তবে আতঙ্কের কিছু নেই। তখনও চিকিৎসকদের সঙ্গে কনসাল্ট করতে হবে। এবং একেবারে অক্ষরে অক্ষরে তাঁর পরামর্শমতো চলতে হবে। নিজের বিষয়ে একটু এক্সট্রা কেয়ার এ সময়ে নিতেই হবে। অবশ্যই প্রচুর জল খেতে হবে। নিউট্রিয়েন্টস গ্রহণ করতে হবে। সব চেয়ে বড় কথা, মানসিক ভাবে এই সময়টা দারুণ ইতিবাচক থাকতে হবে।
6/6
উর্বরতা
photos