1/8
নিজস্ব প্রতিবেদন: করোনায় সংক্রমিত হলে জ্বর-সর্দি-কাশি দেখা দিচ্ছে, পাশাপাশি চলে যাচ্ছে স্বাদ ও ঘ্রাণশক্তি। এগুলি ছাড়াও একাধিক উপসর্গ সামনে এসেছে। কদিন আগেই বিশেষজ্ঞদের নজরে পড়েছে করোনায় সংক্রমিত হলে বিশেষ করে ডেল্টা প্রজাতির ভাইরাসে সংক্রমিত হলে শ্রবণ ক্ষমতায় সমস্যা দেখা দিচ্ছে। এর পাশাপাশি সম্প্রতি আরও একটি উপসর্গের কথা তুলে ধরছেন বিশেষজ্ঞরা। তা হল আঙুলের নখের কিছু পরিবর্তন। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, নখের আকার ও রং বদলে যাচ্ছে আবার নখের উপরে একটি রেখা ফুটে উঠছে। সেই উপসর্গ প্রকট হতেই দেখা যাচ্ছে করোনায় আক্রান্ত ওই ব্যক্তি।
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
5/8
করোনার সঙ্গে নখ লাল হয়ে যাওয়ার সম্পর্ক কী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন করোনা হলে বেশ কিছু ক্ষেত্রে রোগীর শরীরে রক্ত জমাট বাঁধে। এক্ষেত্রে রক্ত নখের কাছে ক্লট বেঁধে গেলে এমন দাগ তৈরি হবে। তবে কতদিন নখে এই উপসর্গ দেখা দিতে পারে সে সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলেননি বিশেষজ্ঞরা। তবে খুব বেশি হলে ১ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত কোভিড নেল দেখা দিতে পারে।
6/8
7/8
8/8
পাশাপাশি কিছু করোনা রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে, নখের কিছু অংশ কমলা রঙের হয়ে উঠেছে সেটিও ভাইরাস সংক্রমণের লক্ষণ হতে পারে বলে মনে করা হচ্ছে। কাজেই নখ বলে দেবে আপনি করোনা আক্রান্ত কিনা, নখের মধ্যে উপরক্ত কোন উপসর্গ দেখা দিলে রাতারাতি করোনা পরীক্ষা করিয়ে নিন। কারণ, চিকিৎসকদের মতে এই ধরনের উপসর্গ করোনায় আক্রান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে।
photos