বিধিনিষেধ বাড়ল ৩০ জুন পর্যন্ত, জেনে নিন কী খোলা, কী বন্ধ

Jun 14, 2021, 19:50 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন: ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বেশ কয়েকটি ছাড়ের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।  

2/9

লোকাল ও মেট্রো ট্রেন পরিষেবা এখনই চালু হচ্ছে না। একইসঙ্গে বন্ধ থাকছে বাস চলাচলও।   

3/9

বন্ধ থাকছে স্কুল-কলেজ ও সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

4/9

শপিংমলের ভিতরে খুচরো দোকানগুলি সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে। থাকবে না ২৫ শতাংশের বেশি কর্মী। ৩০ শতাংশের বেশি ক্রেতাকে প্রবেশ করতে দেওয়া হবে না।

5/9

রেস্তোরাঁ ও পানশালা খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ৮টা। তবে ৫০ শতাংশ গ্রাহকই ঢুকতে পারবেন।

6/9

বাজার-হাট, মুদিখানা খোলার সময়সীমা বাড়ল। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য দোকান খোলা রাখা যাবে সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত।

7/9

২৫ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে সমস্ত সরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস। ২৫ শতাংশের বেশি কর্মী থাকবে না।

8/9

প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। তবে টিকার দুটি ডোজ নেওয়া থাকলেই পার্কে প্রবেশাধিকার।

9/9

বিউটিপার্লার, স্পা ও জিম এখনই খুলছে না।