কোন বয়সী নারীরা সবথেকে বেশি কন্ডোম এবং কন্ট্রাসেপটিপের ব্যবহার করে?

Feb 01, 2018, 15:19 PM IST
1/8

বয়স- ২৫ থেকে ৪৯। ৪৫.৩ শতাংশের মধ্যে কন্ট্রাসেপটিপ ব্যবহারের প্রবণতা রয়েছে। ৬.৫ শতাংশ কন্ডোম এবং নিরোধ ব্যবহার করেন। ৫৪.৭ শতাংশ অবিবাহিত যুবতী কন্ডোম, কন্ট্রাসেপটিপ বা নিরোধ, কিছুই ব্যবহার করেন না। 

2/8

বয়স- ২০ থেকে ২৪। ২৪.২ শতাংশের মধ্যে কন্ট্রাসেপটিপ ব্যবহারের প্রবণতা রয়েছে। ১৯.৭ শতাংশ কন্ডোম এবং নিরোধ ব্যবহার করেন। ৭৫.৮ শতাংশ অবিবাহিত যুবতী কন্ডোম, কন্ট্রাসেপটিপ বা নিরোধ, কিছুই ব্যবহার করেন না। 

3/8

বয়স- ১৫ থেকে ১৯। ১৭.৬ শতাংশের মধ্যে কন্ট্রাসেপটিপ ব্যবহারের প্রবণতা রয়েছে। ১৫.১ শতাংশ কন্ডোম এবং নিরোধ ব্যবহার করেন। ৮২.৪ শতাংশ অবিবাহিত যুবতী কন্ডোম, কন্ট্রাসেপটিপ বা নিরোধ, কিছুই ব্যবহার করেন না। 

4/8

প্রতি ৮ জনের মধ্যে ৩ জন পুরুষ মনে করেন কন্ট্রাসেপটিপ হল কেবল উইম্যান 'বিজনেস'। 

5/8

সুরক্ষিত যৌনতার জন্য ভারতের মাত্র ১ শতাংশ মহিলা আপতকালীন কন্ট্রাসেপটিপ ব্যবহার করেন। 

6/8

প্রতি ৮ জনের মধ্যে ৩ জন পুরুষ মনে করেন কন্ট্রাসেপটিপ হল কেবল উইম্যান 'বিজনেস'। 

7/8

দেশের দুই-তৃতীয়াংশ বিবাহিত মহিলা (১৫-৪৯) পরিবার পরিকল্পনা অনুযায়ীই বিভিন্ন পদ্ধতি (কন্ডোম/ কন্ট্রাসেপটিপ/ নিরোধ ) অবলম্বন করেন। 

8/8

অবিবাহিত নারীর যৌন সচেতনতা নিয়ে হারহিম করা তথ্য প্রকাশ করল ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে।