রোনাল্ডো জুনিয়রের নামে মামলা! ১০ বছরের বাচ্চার বিরুদ্ধে তদন্ত শুরু করল পুলিস

Jul 15, 2020, 15:03 PM IST
1/5

রোনাল্ডো জুনিয়রের নামে মামলা

রোনাল্ডো জুনিয়রের নামে মামলা

মাত্র দশ বছর বয়স তার। কিন্তু এই বয়সে সে যা যা করে ফেলে তার সমবয়সীরা ভাবতেও পারবে না। কিন্তু এবার বাড়াবাড়ি করায় সমস্যায় পড়তে হল রোনাল্ডো জুনিয়রকে। 

2/5

রোনাল্ডো জুনিয়রের নামে মামলা

রোনাল্ডো জুনিয়রের নামে মামলা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দশ বছরের ছেলের নামে এবার মামলা দায়ের হয়েছে। পর্তুগালের পুলিস রোনাল্ডো জুনিয়রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। 

3/5

রোনাল্ডো জুনিয়রের নামে মামলা

রোনাল্ডো জুনিয়রের নামে মামলা

রোনাল্ডোর মা দেলোরেস আভেইরো, বোন এলমা আভেইরো ও চার ছেলেমেয়েকে নিয়ে দক্ষিণ মাদেইরার পল দে মার দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন সিআরসেভেন-এর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। সেখানেই বিপত্তি ঘটিয়েছে রোনাল্ডো জুনিয়র। 

4/5

রোনাল্ডো জুনিয়রের নামে মামলা

রোনাল্ডো জুনিয়রের নামে মামলা

দশ বছরের ছেলে একাই জেট স্কি নিয়ে নেমে পড়েছিল সমুদ্রে। পর্তুগালের মেরিটাইম পুলিস এই নিয়ে তদন্ত শুরু করেছে। লাইসেন্স ছিল না ক্রিশ্চিয়ানো জুনিয়রের। তার উপর দশ বছর বয়সে পর্তুগালে জেট স্কি চালানো আইন বিরুদ্ধে।

5/5

রোনাল্ডো জুনিয়রের নামে মামলা

রোনাল্ডো জুনিয়রের নামে মামলা

মাত্র দশ বছর বয়সী ছেলে কি না জেট স্কি চালাচ্ছে। এই ব্যাপারটাও আর পাঁচজনের মতো পুলিস কর্তাদেরও অবাক করেছে। ভাইপোর জেট স্কি চালানোর ভিডিয়ে পোস্ট করে গর্ব বোধ করেছিলেন রোনাল্ডোর বোন। সেই পোস্ট আবার রোনাল্ডোর মা শেয়ার করেন। কিন্তু কিছুক্ষণ পর ভুল বুঝতে পেরে সেই পোস্ট ডিলিট করেন রোনাল্ডোর বোন। ততক্ষণে অবশ্য পুলিসের কাছে খবর পৌঁছে গিয়েছিল।