ইতালির এক সেতু ভেঙে মৃত কমপক্ষে ২২

Aug 14, 2018, 19:43 PM IST
1/8

ছবি-১

ছবি-১

ভেঙে পড়ল ইতালির জেনোয়া বন্দরের কাছে একটি সেতু। কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।

2/8

ছবি-২

ছবি-২

মঙ্গলবার, ইতালির পরিবহনমন্ত্রী দানিলো টনিনেলি বলেন, “এটি দুর্ভাগ্যজনক ঘটনা।” এই সেতুটি জেনোয়া শহর এবং তার পাশ্ববর্তী নদীর উপর তৈরি হয়েছে। 

3/8

ছবি-৩

ছবি-৩

সকাল সাড়ে ৯ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ১৯৬০ সালে এই সেতুটি নির্মাণ হয়।

4/8

ছবি-৪

ছবি-৪

তবে, ২০১৬ সালে ফের পুর্ননির্মাণ শুরু হয়। এই সেতুটি অনেকটাই অশক্ত হয়ে পড়েছিল বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

5/8

ছবি-৫

ছবি-৫

এই সেতুটি ভেঙে পড়ার সময় সেতুর উপরেই ৮-৯টি গাড়ি থাকতে দেখা গিয়েছে।

6/8

ছবি-৬

ছবি-৬

ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।

7/8

ছবি-৭

ছবি-৭

শেষ খবর পাওয়া পর্যন্ত, জখম হয়েছেন ৮জন।

8/8

ছবি-৮

ছবি-৮

সেতু ভাঙর পরই উত্তেজনা ছড়ায় জেনোয়া শহরে। তদন্তে নেমেছে পুলিস।