অয়ন ঘোষাল : ডিসেম্বরটা 'উষ্ণ' কাটলেও নতুন বছরের শুরুতেই ভেলকি দেখাচ্ছে শীত। পারদ পতন অব্যাহত। বছরের শুরুতেই কলকাতায় শীতের নয়া রেকর্ড। কলকাতায় তাপমাত্রা নেমেছে দশের ঘরে।
2/6
শীতলতম কলকাতা!
আজ মরসুমের শীতলতম দিনে কলকাতার তাপমাত্রা নেমেছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। অন্যদিকে দিনের তাপমাত্রাও নেমে এল ২১.৯ ডিগ্রিতে। এটাও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রাতারাতি ২ ডিগ্রি পারদ পতনে কাঁপছে কলকাতা।
photos
TRENDING NOW
3/6
জেলায় জেলায় কাঁপুনি
অন্যদিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৪-এর ঘরে। বলতে গেলে, হাড় কাঁপানো ঠান্ডায় উত্তরকে টেক্কা দিচ্ছে দক্ষিণ। পুরুলিয়া-পানাগড়ে যেন 'বরফ' পড়ছে! পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৭.০ ডিগ্রি সেলসিয়াস।
4/6
কে কত বেশি ঠান্ডা!
তারপরই বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ এবং বাঁকুড়া ও শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এরপরই ঠান্ডার দৌড়ে রয়েছে আসানসোল। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
5/6
হাড়হিম করা শীত
অন্যদিকে, উপকূলে দিঘাতেও পারদ পতন হয়েছে। দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। একইরকমভাবে ডায়মণ্ড হারবারেও সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে তাপমাত্রা নেমেছে ১১.০ ডিগ্রিতে।
6/6
কাঁপছে বাংলা
ওদিকে উত্তরে কালিম্পংয়ে ৪.০, দার্জিলিংয়ে ৪.৪, জলপাইগুড়িতে ৯.৯, কোচবিহারে ১০.৫, শিলিগুড়িতে ১১.৬ ডিগ্রি সেলসিয়ায় রেকর্ড হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, জাঁকিয়ে শীতের এই স্পেল চলবে রবিবার পর্যন্ত। রবিবারের পর তাপমাত্রা সামান্য বাড়তে পারে।