ছবি: ধর্মতলা দাপাল এসএফআই, CAA-এর বিরুদ্ধে নজর কাড়ল প্রতিবাদের ভাষা

Dec 23, 2019, 23:05 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: উপলক্ষ, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ। রানি রাসমনির সভায়  চিরাচরিতভাবে চোখ টানল এসএফআইয়ের প্রতিবাদের ভাষায়। 

2/6

শুরুতেই গণসংগীতে সুর বেঁধে দিলেন এসএফআই সদস্যরা। গাইলেন, 'মেরে সামনে ওয়ালা দেশ মে' থেকে লোকগীতি। শেষটা হল রবিঠাকুরের জনগণমনের সবকটি পংক্তি গেয়ে।   

3/6

সকলের মাথায় এদিন লাল-কালো ফেট্টি। তাতে লেখা, 'নো এনআরসি, নো সিএএ।'

4/6

কালো রাস্তায় আবার চক দিয়ে এক এসএফআই সদস্য লিখেছেন, 'হাম যব তক এক হ্যায়, দিদি-মোদী ফেক হ্যায়।' 

5/6

হাতে প্ল্যাকার্ড নিয়েও আসেন এসএফআই সদস্যরা। কোনওটাতে লেখা,'এনআরসি মানছি না।' কোনওটায় আবার,'জব হিন্দু মুসলিম রাজি, তো ক্যায় করেগা নাজি।'  

6/6

এসএফআইয়ের পতাকা তো ছিলই, দলের সাধারণ সম্পাদক এলেন তেরঙা হাতে। সবমিলিয়ে রঙিন প্রতিবাদ দেখল রাজপথে।