করোনা আতঙ্কের মাঝেই CPL-এ দলবদল 'দ্য ইউনিভার্স বস'-এর

Apr 23, 2020, 13:50 PM IST
1/5

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দলবদল করলেন ক্রিস গেইল।

2/5

জামাইকা তালাওয়াস ছেড়ে এবার সেন্ট লুসিয়া জুকসে যোগ দিলেন 'দ্য ইউনিভার্স বস'।

3/5

আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেন গেইল। পঞ্জাব এবং সেন্ট লুসিয়ার কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। সেই সূত্রেই এবার সেন্ট লুসিয়া জুকসে যোগ দিয়েছেন গেইল।

4/5

সিপিএল-এ প্রথম চার বছর জামাইকার হয়ে খেলেন গেইল। একবছর সেন্ট কিটসে খেলার পর ফের জামাইকায় ফিরে আসেন তিনি। কিন্তু আহামরি পারফরম্যান্স করতে পারেননি গেইল। দলও সবার শেষে লিগ শেষ করে।  

5/5

৪০ বছর বয়সী হার্ড হিটার গেইল জানিয়েছেন ৪৫ বছর পর্যন্ত ক্রিকেট চালিয়ে যাবেন।