1/6
নিজস্ব প্রতিবেদন: আজ (শুক্রবার) থেকে তিব্বতে প্রথম ইলেক্ট্রিক চালিত বুলেট ট্রেনের যাত্রা শুরু করল। তবে এটি ট্রায়াল রান। জানা যাচ্ছে ১ জুলাই থেকে এই পরিষেবা শুরু করবে চিন। যা ছুটে যাবে অরুণাচল প্রদেশের গাঁ ঘেষে। এই এলাকায় প্রবলভাবে প্রযুক্তির জাল ক্রমশ বাড়িয়ে চলেছে চিন। এই ঘটনায় সীমান্ত এলাকার প্রত্যন্ত বসতির উপর অতিরিক্ত নজর রাখা শুরু করেছে ভারত।
2/6
photos
TRENDING NOW
3/6
জানা গিয়েছে, তিব্বতের লাসা নিংচি সেকশনে ৪৩৫.৫ কিলোমিটার পথে বুলেট ট্রেন চালাবে চিন। তিব্বতের এই প্রত্যন্ত এলাকায় এই বুলেট ট্রেনের প্রজেক্টের কাজ শেষ। শুরু হয়েছে ট্রায়াল রান। যা উদ্বোধন হবে ১ জুলাই। এই দিনটিকে বেছে নেওয়ার পিছনে রয়েছে অন্যতম কারণ, এদিন চিনের কমিউনিস্ট পার্টির একশো বছর পূর্তি। আর সেই উপলক্ষ্যেই এই বিরাট কর্মকাণ্ড।
4/6
5/6
photos