1/7
2/7
রবিবার সংঘের বিজয়া দশমীর অনুষ্ঠানে ভাগবত বলেন, 'ক্ষমতায় আমাদের চিনের থেকে বড় হতে হবে। আমার সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। এটাই আমাদের চরিত্র। কিন্তু আমাদের উদারতকে কেউ যদি দুর্বলতা বলে ভুল করে, কেউ যদি আমাদের ভাঙতে চায় তাহলে তা মেনে নেওয়া হবে না। এরকম হলে আমরাও তৈরি রয়েছি।' চিনকে আজ এভাবেই বার্তা দেন ভাগবত।
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
6/7
উল্লেখ্য, লাদাখ উত্তেজনা নিয়ে বারেবারেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস ও তাঁর দাবি, 'কেন্দ্র বলুক আসলে কী হয়েছে লাদাখে।' সম্প্রতি তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে ১৫ মিনিটে ভারতীয় ভূখণ্ড থেকে চিনা সেনাদের হঠিয়ে দিত। রাহুলের ওই মন্তব্যকে গত সপ্তাহে তীব্র কটাক্ষ করেছেন অমিত শাহ। তিনি বলেন, কংগ্রেস যদি তা পারত তাহলে তা ১৯৬২ সালেই করে দেখাত। ভারতের বিরাট ভূখণ্ড আর চিনের দখলে চলে যেত না।
7/7
photos