1/5
2/5
বলার অপেক্ষা রাখে না, এমন অবস্থায় আতসবাজির রোশনাই, পুজোর নতুন জামা বা শিশুদিবস পালনের বিলাসিতা ওদের কাছে রূপকথার সামিল। তবে কয়েকটা দিন আলাদা যায় বইকি, একটু অন্যরকম। এই যেমন আজ। শিশুদিবসের কেক কেটে, চকলেট, বিরিয়ানি, মাংস খেয়ে বেজায় খুশি আশিয়ানার খুদেরা। সৌজন্যে 'সংকল্প'। কোভিডকালের শুরু থেকেই দুঃস্থদের পাশে দাঁড়িয়েছিল বরানগর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন (২০১০ মাধ্যমিক) ছাত্ররা।
photos
TRENDING NOW
3/5
শনিবার অন্যরকম একটা দিন উপহার দিতে গঙ্গানগরের কাছে 'আশিয়ানা হ্যাপি হোম'-এ পৌঁছে গিয়েছিল টিম সংকল্প। তবে খুদেরাও কিন্তু দাদা-দিদিদের স্বাগত জানাতে ত্রুটি রাখেনি বিন্দুমাত্র। হোমে ঢোকামাত্রই ওদের সমবেত কণ্ঠের 'ওয়েলকাম সং' মন ভাল করে দেবে যে কোনও মানুষের। এরপর গোটা দিন হাত ধোয়ার জল দেওয়া, খাবার এগিয়ে দেওয়া থেকে বাসন ধোয়া, সর্বস্ব সামাল দিয়েছে ছোট ছোট হাতই।
4/5
5/5
photos