IND vs BAN: ২২ ছক্কা, ৪৭ চারে ভারতের ভয়ংকর ধ্বংসলীলা, এখনও চর্চায় বাইশ গজের রেকর্ডের মহাপ্রলয়

Full list of records broken during India vs Bangladesh in Hyderabad: ভারত-বাংলাদেশ ম্য়াচে রেকর্ডের সুনামি! অভাবনীয় বললেও কম, এরকম অনেক রেকর্ড যা আগে হয়নি  

| Oct 13, 2024, 19:05 PM IST
1/5

ভারত-বাংলাদেশ টি-২০ আই সিরিজ

 India vs Bangladesh T20I Series

পুজোর মধ্য়ে অনেকেরই হয়তো ভারত-বাংলাদেশ তিন ম্য়াচের টি-২০ সিরিজে চোখ রাখা হয়নি বা সেভাবে খোঁজখবর নেওয়া হয়নি। গতকাল অর্থাত্‍ ১‍২ অক্টোবর ছিল সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ আই ম্য়াচ। আর এই ম্য়াচে বাংলাদেশকে পিষে হোয়াটওয়াশ করেছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। টেস্টের পর টি-২০ সিরিজেও পদ্মাপারের ক্রিকেটীয় দেশকে বলে বলে চুনকাম করল ভারত। 

2/5

এ যেন রেকর্ডের দিন

And this match saw a deluge of records

ভারত-বাংলাদেশ তৃতীয় টি-২০ আই ম্য়াচ ছিল যেন রেকর্ডের ম্যাচ। একের পর এক নজির লেখা হয়েছে বাইশ গজে

3/5

ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি-২০ আই

India vs Bangladesh Highlights 3rd T20I

হায়দরাবাদের উপলে অবস্থিত ভারত-বাংলাদেশ তৃতীয় টি-২০ আই ম্য়াচ হয়েছিল রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। টস জিতে ভারত প্রথমে ব্য়াট করে তুলেছিল ৬ উইকেটে ২৯৭ রান। বাংলাদেশ বোলারদের ক্লাব স্তরে নামিয়ে এনেছিলেন সঞ্জু স্য়ামসন (৪৭ বলে ১১১), সূর্যকুমার (৩৫ বলে ৭৫), রিয়ান পরাগ (১৩ বলে ৩৪) ও হার্দিক পান্ডিয়ারা (১৮ বলে ৪৭)। ভারতের রান তাড়া করে বাংলাদেশ শেষ পর্যন্ত তুলতে পেরেছিল ৭ উইকেটে ১৬৪ রান। ভারত জেতে ১৩৩ রানে।  

4/5

Let's take a look at the Team-wise record

দেখে নেওয়া যাক দলীয় ভাবে কী কী রেকর্ড হল

টি-২০ আই ক্রিকেটে ৪৩ বলে দ্রুততম ১০০ রানের পাশাপাশি মাত্র ৮৪ বলে ২০০ রান করা দ্রুততম দল এখন ভারত! পাওয়ার প্লে-তে ভারত তুলেছিল ১ উইকেটে ৮২ রান। যুগ্মভাবে যা সর্বাধিক। ১০ ওভারে ভারত তুলেছিল ১ উইকেটে ১৫২ রান। যে দৃশ্য় আগে দেখা যায়নি। টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি-র পূর্ণ-সদস্য দেশ হিসেবে সর্বাধিক রান করল ভারত। সূর্যকুমারের টিম ২২ ছক্কা ও ৪৭ চার হাঁকিয়েছে। আজ পর্যন্ত কোন দেশ টি-২০ আই ইনিংসে এত ছয় মারেনি। চার মারার হিসেবে চারে থাকবে ভারত।

5/5

Let's see what the records are at the individual level

 দেখে নেওয়া যাক ব্য়ক্তিগত স্তরে কী কী রেকর্ড হল

রোহিত শর্মার (৩৫ বলে ১০০) পর সঞ্জু স্যামসন (৪০ বলে ১০০) টি-২০আই-তে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করলেন। দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সূর্যকুমারের ২৫০০ টি-২০ রান হয়ে গেল। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে দ্বিতীয়-সর্বাধিক দ্বিতীয় উইকেট পার্টনারশিপ গড়লেন সূর্যকুমা এবং সঞ্জু! দলের ২৯৭ রানের ভিতর সূর্য-স্য়ামসনেরই ১৭৩ রান। টি-টোয়েন্টিতে এক ওভারে ভারতীয় হিসেবে চতুর্থ সর্বাধির রান এখন সঞ্জুর। রিশাদ হোসেনের ওভারে ৩০ রান মেরেছিলেন তিনি।