অক্টোবর থেকেই বন্ধ ছিল উহানের ল্যাব! মোবাইল ফোনের গোপন ডেটায় চাঞ্চল্য

| May 11, 2020, 14:39 PM IST
1/5

কেন বন্ধ ছিল উহানের ল্যাব?

কেন বন্ধ ছিল উহানের ল্যাব?

করোনা সংক্রমণের জন্য আমেরিকা বার বার চিনের দিকে অভিযোগের আঙুল তুলেছে। উহানের ল্যাবরেটরি থেকেই করোনা সংক্রমিত হয়েছে কী না, তা নিয়েও প্রশ্ন উঠেছে বার বার। এ বার সেই জল্পনাকেই উষ্কে দিল মার্কিন ও ব্রিটিশ গুপ্তচর সংস্থার হাতে আসা মোবাইল ফোনের কিছু গোপন ডেটা।

2/5

কেন বন্ধ ছিল উহানের ল্যাব?

কেন বন্ধ ছিল উহানের ল্যাব?

মার্কিন ও ব্রিটিশ গুপ্তচর সংস্থার হাতে আসা ওই মোবাইল ফোনের গোপন ডেটা অনুযায়ী, গত অক্টোবর থেকেই নাকি বন্ধ রাখা হয়েছিল চিনে উহানের ওই ল্যাব। এ বিষয়ে এনবিসি নিউজের প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন গুপ্তচর সংস্থা এই সব গোপন নথিপত্র খতিয়ে দেখেছে। এনবিসি নিউজের হাতেও রয়েছে সেই তথ্য বলে দাবি করা হয়েছে।

3/5

কেন বন্ধ ছিল উহানের ল্যাব?

কেন বন্ধ ছিল উহানের ল্যাব?

এই সব গোপন নথিপত্র থেকেই জানা গিয়েছে, গত ৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কোনও সেলফোন ব্যবহার করা হয়নি উহানের ওই ল্যাবে। সেলফোন আর স্যাটেলাইট ডেটা থেকেই এই তথ্য পেয়েছে বলে দাবি করেছে মার্কিন ও ব্রিটিশ গুপ্তচর সংস্থা।

4/5

কেন বন্ধ ছিল উহানের ল্যাব?

কেন বন্ধ ছিল উহানের ল্যাব?

সম্প্রতি লন্ডনের ‘জেনেটিক ইনস্টিটিউট অব ইউনিভার্সিটি’র একদল গবেষক দাবি করেছেন, ২০১৯ সালের ডিসেম্বরে নয়, অক্টোবর মাসের শুরুর দিক থেকে এই ভাইরাস ছড়াতে শুরু করেছিল। তাঁদের মত, এই ভাইরাস চিনেই প্রথম সংক্রমিত হয়েছিল।

5/5

কেন বন্ধ ছিল উহানের ল্যাব?

কেন বন্ধ ছিল উহানের ল্যাব?

তাহলে কি উহানের ল্যাবরেটরি থেকেই কোনও ভাবে করোনাভাইরাস সংক্রমিত হয়েছিল? লন্ডনের ‘জেনেটিক ইনস্টিটিউট অব ইউনিভার্সিটি’র গবেষকদের সাম্প্রতিক দাবি আর মার্কিন ও ব্রিটিশ গুপ্তচর সংস্থার হাতে আসা ওই মোবাইল ফোনের গোপন ডেটা নতুন করে সেই জল্পনাকেই উষ্কে দিল।