আগামিকাল থেকে চালু হচ্ছে ট্রেন, তবে পাবেন না কী কী সুবিধা? জেনে রাখুন

May 11, 2020, 14:21 PM IST
1/5

লকডাউন শেষ হওয়ার আগেই ধাপে ধাপে ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল রেল। আজ বিকেল ৪টে থেকে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

2/5

হাওড়া থেকে নয়া দিল্লি এবং নয়া দিল্লি থেকে হাওড়া প্রতিদিন ট্রেন চলবে। আগামিকাল হাওড়া থেকে রওনা দেবে নয়া দিল্লিতে। তবে, এর মাঝে আসানসোল, ধানবাদ, পরশনাথ, গয়া, দিনদয়াল উপ্যাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল স্টপেজ দেওয়া হবে। ৭ দিনের অগ্রিম টিকিট কাটা যাবে। সাধারণ ট্রেন বা রাজধানীর মত ভাড়া হবে। কোনও ওয়েটিং লিষ্ট টিকিট থাকবে না।  

3/5

সাধারণ সময়ে একটি ট্রেনে যত যাত্রী থাকে ততজন যাত্রী থাকবেন, ট্রেনে কোনও রান্না করা খাবার বিক্রি হবে না। কিছু শুকনো খাবার আইআরসিটিসি বিক্রি করবে।

4/5

কোনও চাদর বিছানা দেওয়া হবে না। ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করা যাবে। তবে সেক্ষেত্রে ৫০ শতাংশ টাকা ফেরত পাওয়া যাবে।

5/5

রেগুলার টাইম টেবিল অনুযায়ী  ট্রেন চলবে।