সোশ্যাল নজরে 'তারা', সপ্তাহের শুরুতেই ট্রোলারদের সপাট জবাব মন্দিরা, ইশাদের

Jul 05, 2021, 20:47 PM IST
1/19

নিজস্ব প্রতিবেদন- স্বামী রাজ কৌশল চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর থেকে ট্রোলিংয়ের মুখে পড়েছেন মন্দিরা বেদি। স্বামীর সৎকার থেকে জিন্স-টিশার্ট পরে শেষকৃত্য সব নিয়েই সরব নেটপাড়া। মন্দিরার বন্ধুরা ট্রোলারদের জবাব দিলেও এখনও মুখ খোলেন নি মন্দিরা। সোমবার প্রথম একটি ছবি শেয়ার করলেন মন্দিরা। তিনি ও রাজ বসে, সামনে ওয়াইন গ্লাস, জীবনের আনন্দ সেঁচে নিচ্ছেন তাঁরা। 

2/19

অভিনেতা ইশা সাহা আজ একহাত নিয়েছেন ট্রোলারদের। তাঁর একটি ছবির নিচে একজন তাঁকে ভদ্রপোশাক পরার জ্ঞান দিতেই গর্জে উঠেছেন নায়িকা। বলেছেন, 'হচ্ছেটা কী? অন্যকে পোশাক পরিবর্তন করতে বলার আগে নিজের মানসিকতা পরিবর্তন করুন'।

3/19

'প্রেম-ট্রেম' নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। নিজের একটি সাহসী ছবি পোস্ট করে কি নায়িকাদের ব্যান্ডওয়াগনে যোগ দিয়ে শক্তি বাড়ালেন?

4/19

অভিনেতা মধুমিতা সরকার। একটা সি-থ্রু শাড়িতে আরও মোহময়ী নায়িকা। লিখেছেন, 'আজকের সাদাগুলো কালো কাল'।

5/19

বিদেশে শুটিং করছেন কঙ্গনা রানাওয়াত। নিজেই গ্ল্যামারাস অবতারে ছবি পোস্ট করেছেন আর খোঁচা দিলেন তাঁর অনুরাগীদের। লিখলেন, 'বলিউড বিম্বো নায়িকাদের মত হাতে ফুল নিয়ে ছবি তুললাম আমার উচ্চবুদ্ধিসম্পন্ন ইনস্টা-ফ্যামিলির জন্য'।

6/19

অনেকদিন পর অনুরাগীদের একঝলক ছবি উপহার দিলেন সিদ্ধার্থ মালহোত্রা।  জলে ডুব দিয়ে উঠে এসেছেন সিদ্ধার্থ, তাই দেখে মুগ্ধ ফ্যানেরা।

7/19

রুপোর গয়নায় সেজে উঠলেন কৌশানি। ম্যাজেন্টা রংয়ের সালোয়ার কামিজে ঝলমলে নায়িকা লিখলেন, 'নিজের আলোয় আলোকিত'।

8/19

'ডান্স ডান্স জুনিয়র'-এর সেটে দেব। তাঁর 'এমনি' অ্যালবামে আরেকটি সংযোজন।

9/19

প্রযোজক যশ চোপড়ার সঙ্গে একটা ছবি পোস্ট করলেন অভিনেতা অনুপম খের। লিখলেন, 'এমন দিনে যশজিকে মনে পড়ে'।

10/19

বান্ধবগড় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন রবিনা ট্যান্ডন। আর রোজ ছবি পোস্ট করছেন ইনস্টায়।

11/19

নতুন ফটোশুটে অভিনেতা শ্রুতি হাসান। শুক্রবারের এই ফটোশুটের ছবি পোস্ট করে লিখেছেন, 'দিনটা শুক্রবার ঠিকই, উইকএন্ড এসে গেছে। কিন্তু জীবনে তড়িঘড়ির শেষ নেই'।

12/19

নতুন ফটোশুটে বাঙালি অভিনেতা মৌনী রায়। ওয়ান শোল্ডার অফ জাম্পস্যুটে গ্ল্যামারাস নায়িকা। 

13/19

হার্দিক পান্ডিয়া ব্যস্ত ক্রিকেটে, তাই ছেলেকে নিয়ে একাই বেড়াতে বেরিয়ে পড়েছেন নাতাশ স্ট্যানকোভিচ।

14/19

পরিচালক অর্জুন দত্ত-র ছবি 'বিরিয়ানি'র শুটিং শুরু হল সোমবার। ছবির মুখ্য চরিত্রে পাওলি দাম। সেট থেকেই ছবি পোস্ট নায়িকার।

15/19

দেশে ফিরেছেন, কাজে ফিরেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার, সপ্তাহের প্রথমদিনে কাজে ফিরে খুশি নায়িকা।

16/19

'সূর্য যখন তোমার উপর আলো ফেলে, কয়েকটা সেলফি তুলে নাও', লিখলেন টাবু।

17/19

সাদা-কালো মনোক্রোমে ধরা দিলেন বরুণ ধাওয়ান।

18/19

কোলে ল্যাপটপ, ব্যস্ত রাজকুমার রাও।

19/19

ফিটনেসের জন্য ফুটবল খেলতেই হবে রণবীর কাপুরকে। সোমবারও বাদ গেল না। হাজির ছিলেন ডিনো মরিয়াও।