উচ্চমাধ্যমিকের পর কী করবেন? রইল সংসদের প্রথম 'কেরিয়ার ম্যাপ'

May 27, 2019, 17:31 PM IST
1/7

এই প্রথম উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য কেরিয়ার ম্যাপ প্রকাশ করল সংসদ। 

2/7

বিভ্রান্তি সরিয়ে এখান থেকেই সমস্ত তথ্য পাবেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা। 

3/7

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদদের কেরিয়র রেভিনিউ সাইটে গিয়ে জানতে হবে সমস্ত তথ্য।       

4/7

উচ্চশিক্ষা এবং প্রবেশিকা সম্পর্কিত সমস্ত তথ্য পাবে উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা। 

5/7

মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং সহ সমস্ত প্রবেশিকার বিস্তারিত বিবরণ, অনলাইন সাইট রয়েছে সেখানে।  

6/7

এছাড়াও রয়েছে বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিবরণ।

7/7

কাজেই আর দেরি কীসের শুরু হোক নতুন পথ চলা।