১ সেপ্টেম্বর থেকেই দামি হচ্ছে গাড়ি-বাইক, জেনে নিন কারণ
Aug 31, 2018, 13:36 PM IST
1/5
S 5
আগামিকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেই গাড়ি, বাইক কিনতে গেলে খরচ হবে আরও বেশি টাকা। কারণ ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়ার এক নির্দেশিকা।
2/5
S 4
ওই নির্দেশিকা অনুযায়ী দীর্ঘমেয়াদী থার্ড পার্টি ইনস্যুরেন্স বাধ্যতামূলক করছে আইআরডিএআই। মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী থার্ড পার্টি ইনস্যুরেন্স করা বাধ্যতামূলক।
photos
TRENDING NOW
3/5
S 3
গাড়ি, বাইকে বাড়তে পারে কত টাকা? ১,০০০ সিসি-র কম ক্ষমতা সম্পন্ন গাড়ির ক্ষেত্রে তিন বছরের বিমার জন্য লাগবে ৫,২৮৬ টাকা। ১০০০-১৫০০ সিসি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে বিমার হার ৯,৫৩৪ টাকা ও ১৫০০ সিসি ও তার বেশি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে লাগবে ২৪,৩০৫ টাকা।
4/5
S 2
দীর্ঘমেয়াদি বিমার জন্য দাম বাড়বে বাইকেরও। ৭৫ সিসি ইঞ্জিনের জন্য পাঁচ বছরের থার্ড পার্টি ইস্যুরেন্সের ক্ষেত্রে লাগবে ১,০৪৫ টাকা। ৭৫-১৫০ সিসি ইঞ্জিনের ক্ষেত্রে দাম পড়বে ৩,২৮৫ টাকা। ১৫০-৩৫০ সিসি ইঞ্জিনের বাইকের ক্ষেত্রে বিমার জন্য লাগবে ৫,৪৫৩ টাকা। ৩৫০ সিসির ওপরে কোনও বাইকের জন্য লাগবে ১৩,০৩৪ টাকা।
5/5
S 1
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গাড়ির ক্ষেত্রে তিন বছরের ও বাইকের ক্ষেত্রে ৫ বছরের বাধ্যতামূলক থার্ডপার্টি ইনসুরেন্স করতে হবে। সেই নির্দেশিকাই কার্যকর করছে আইআরডিএআই।