গন্তব্য কান, ১০ দিনে ৫ কেজি ওজন কমালেন কঙ্গনা, দেখুন কীভাবে

May 16, 2019, 15:09 PM IST
1/6

'মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি'র পর আপাতত আশ্বিনী আইয়ার তিওয়ারির 'পাঙ্গা' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত কঙ্গনা। যেখানে কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। 

2/6

পাঙ্গা ছবিতে অভিনয়ের জন্য ১০ কেজি ওজন বাড়িয়েছেন 'কুইন' অভিনেত্রী। 

3/6

কান চলচ্চিত্র উৎসব-২০১৯ এর রেড কার্পেটের আগে মাত্র ১০ দিনে ৫ কেজি ওজন কমালেন কঙ্গনা রানাওয়াত। 

4/6

টানা শরীরচর্চা ও কড়া ডায়েটেই এই ৫ কেজি ওজন কমিয়েছেন কঙ্গনা রানাওয়াত। 

5/6

জানা যাচ্ছে কানের রেড কার্পেটের জন্য কঙ্গনার পোশাক তৈরি করেছেন ডিজাইনার ফাল্গুনি ও শানে পিকক। 

6/6

বুধবার সন্ধেয় কানের জন্য উড়ে যান কঙ্গনা রানাওয়াত। জানা যাচ্ছে একটি ভদকা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন কঙ্গনা।