Fuchka: ফুচকা খেলে ক্যানসার! কী বললেন মন্ত্রী? ফুচকা কি তবে নিষিদ্ধ হয়ে যাচ্ছে?

Cancer-Causing Chemicals in Fuchka: ফুচকা বললেই বাঙালির জিভে জল আসে! বাঙালি বিশেষ করে, বাঙালি মেয়েরা ফুচকা নিয়ে খুবই উত্তেজিত থাকে। ফুচকা দেখলেই তারা ছুটে যায়। সব ফেলে ফুচকা খেতে দৌড়য়।

| Jul 03, 2024, 17:51 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুচকা বললেই বাঙালির জিভে জল আসে! বাঙালি বিশেষ করে, বাঙালি মেয়েরা ফুচকা নিয়ে খুবই উত্তেজিত থাকে। ফুচকা দেখলেই তারা ছুটে যায়। সব ফেলে ফুচকা খেতে দৌড়য়। কিন্তু সম্প্রতি ফুচকা নিয়ে এক অন্য তথ্য শোনা গেল। ফুচকা খেলে নাকি ক্যানসার হয়! কার্সিনোজেনিক এজেন্ট কোথা থেকে এল ফুচকায়?

1/6

কর্ণাটক

ঘটনাটি অবশ্য বাংলার নয়। ফুচকা নিয়ে এই পর্যবেক্ষণ কর্ণাটকের।

2/6

সতর্কতা

সম্প্রতি কর্ণাটক প্রশাসন ফুচকা নিয়ে একটা সতর্কতা জারি করেছে।

3/6

কার্সিনোজেনিক

কর্নাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে, তদন্তে জানা গিয়েছে ফুচকায় কার্সিনোজেনিক এজেন্ট রয়েছে!

4/6

নিষিদ্ধ-পুরী

আর এই খবর ছড়াতেই মনে করা হচ্ছে, ফুচকা কি তবে নিষিদ্ধ হয়ে যাচ্ছে?

5/6

আতঙ্ক

এখনই হয়তো কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না ফুচকা নিয়ে। তবে বেশ কয়েকটি খাবার জিনিস নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। 

6/6

উদ্বেগ

সেই তালিকায় রয়েছে কটন ক্যান্ডি, গোবি মাঞ্চুরিয়ান, কাবাবও। তবে ফাসি ফুচকার ২০০ টি নমুনা সংগ্রহ করেছে। এবং সবগুলি থেকেই আপত্তিকর বস্তু মিলেছে। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন।