Cancellation of Trains: আরও ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব রেলে! কীভাবে এ রুটে যাতায়াত করবেন নিত্যযাত্রীরা?

Cancellation of Trains | Rescheduling of Train: কিছু ট্রেন বাতিল। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হবে। কিছু ট্রেনের সময়সূচি বদলানো হবে। সবটাই হবে আগামীকাল থেকে। এজন্য যে অসুবিধা কয়েকদিন ধরে হবে, সেজন্য যাত্রীসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছে রেল।

| Jun 15, 2024, 18:52 PM IST

অয়ন ঘোষাল: কিছুদিন আগেই হাওড়া-খড়্গপুর বিভাগে বহু ট্রেন বাকিল হওয়ার কথা ঘোষণা করেছিল দক্ষিণ-পূর্ব রেল। ফের বিপর্যয় দক্ষিণ-পূর্ব রেলে। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের মধুকুণ্ডা-মুরাডি সেকশনে লেভেল ক্রসিং গেটের পরিবর্তে এনএইচএস বা নর্মাল হাইট সাবওয়ে তৈরির কাজ হবে। এ জন্য় ট্রাফিক কন্ট্রোল করা হবে, বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎসংযোগও। আর এর ফলে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। পাশাপাশি কিছু ট্রেনের সময়সূচি বদলানো হবে।

1/6

কোন কোন ট্রেন বাতিল

এই সবটাই হবে আগামীকাল থেকে। এজন্য যে অসুবিধা কয়েকদিন ধরে হবে, সেজন্য যাত্রীসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছে রেল। তাহলে, দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল: • ১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস • ১৮১৮৩ টাটা-বক্সার এক্সপ্রেস  • ১৮১৮৪ বক্সার-টাটা এক্সপ্রেস

2/6

আরও বাতিল

• ০৮৬৫৯/০৮৬৫৮ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার • ০৮৬৪৪/০৮৬৪৩ আসানসোল-আদ্রা-আসানসোল  • ০৩৫৯৪/০৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার 

3/6

আরও তিন

•০৮১৭৪/০৮১৭৩ টাটানগর-আসানসোল-টাটানগর মেমু প্যাসেঞ্জার  • ০৮৬৫৭ আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার    •০৮৬৬১/০৮৬৬০ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার

4/6

যাত্রাপথে বদল

কিছু ট্রেনের যাত্রাপথেও বদল হবে। দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে: •০৮৬৫২ আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার এই ট্রেনটি আদ্রা থেকে যাত্রা শুরু করবে •১৮০২৭/১৮০২৮ খড়্গপুর-আসানসোল-খড়্গপুর মেমু প্যাসেঞ্জার আদ্রা পর্যন্ত চলবে  •১৮১৮৪ বক্সার-টাটানগর বার্ন পর্যন্ত চলবে 

5/6

দিঘা-মালদা

কিছু ট্রেন চলবে অন্য সময়সূচিতে। দেখে নেওয়া যাক, কোন ট্রেন চলবে ভিন্ন সময়সূচি ধরে: •০৩৪৬৬ দিঘা-মালদা টাউন সামার স্পেশাল (দিঘা থেকে ৬ ঘণ্টার রিশিডিউল) 

6/6

বেঙ্গালুরু-কামাখ্যা

এবং সময়সূচিতে বদল হবে ১২৫৫১ এসএমভিবি বেঙ্গালুরু-কামাখ্যা এসি এক্সপ্রেসেরও।