মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ থেকে মণিপুর- উপভোটেও গেরুয়া ঝড়
Nov 10, 2020, 13:33 PM IST
1/8
নিজস্ব প্রতিবেদন: বিহারে বিধানসভার ভোটের ফলে এগিয়ে গিয়েছে এনডিএ। বৃহত্তম দল হওয়ার পথে বিজেপি। এর পাশাপাশি ১১টি রাজ্যে ৫৮টি কেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা। মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটকে বিজেপিরই জয়জয়কার।
2/8
মধ্যপ্রদেশে উপনির্বাচন চ্যালেঞ্জ ছিল শিবরাজ সিং চৌহানের কাছে। সেই চ্যালেঞ্জে কংগ্রেসকে মাত দিতে সক্ষম হয়েছেন তিনি।২৮টি আসনের মধ্যে মোদী-শাহের দল এগিয়ে ১৯টি আসনে। ৮টি আসনে এগিয়ে কংগ্রেস। ১টিতে বহুজন সমাজ পার্টি।
photos
TRENDING NOW
3/8
গুজরাটে বিধানসভার উপনির্বাচনে ৮টি আসনের মধ্যে ৮টিতেই এগিয়ে বিজেপি।
4/8
গুজরাটের মতো কর্ণাটকেও একই হাল। ২টি আসনের মধ্যে ২টিতেই এগিয়ে বিজেপি।
5/8
তেলেঙ্গানায় ১টি আসনের মধ্যে ১টি এগিয়ে বিজেপি।
6/8
উত্তরপ্রদেশে ৭টি আসনের মধ্যে ৬টিতে এগিয়ে বিজেপি।
7/8
মণিপুরে উপনির্বাচনে ৫টি আসনের মধ্যে ২টি জিতে গিয়েছে বিজেপি। ২টি তারা এগিয়ে।
8/8
ঝাড়খণ্ডে একটি আসনে এগিয়ে বিজেপি। ১টি আসনে এগিয়ে কংগ্রেস।