1/5
2/5
photos
TRENDING NOW
3/5
বুধবার থেকে রাজ্যে দৈনিক ৬৯৬ জোড়া লোকাল ট্রেন চালাবে রেল। সঙ্গে সঙ্গে টিকিট কাউন্টারে মাসিক টিকিটের পুনর্ণবীকরণ চলছে। রেল সূত্রে জানা যায় যে কাল থেকে আরও যাত্রী সংখ্যা বাড়বে। এ অবস্থায় সোমবার থেকে বিভিন্ন স্টেশনে শুরু হয়ে যায় মেয়াদ ফুরিয়ে যাওয়া মান্থলি টিকিটের পুনর্নবীকরণ। ইস্যু হচ্ছে নতুন মান্থলিও।
4/5
5/5
করোনা আবহে যাত্রী সুরক্ষা ও সতর্কতা মেনেই চালু করা হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। কি কি সতর্কতা নেওয়া হবে, কী হবে প্রশাসনের দায়িত্ব? এ নিয়েই আজ নবান্ন থেকে জেলা শাসকদের, পুলিস সুপার ও পুলিস কমিশনারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করবেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের দশ জেলা, হাওড়া,উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা,হুগলি,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, নদিয়া,মুর্শিদাবাদের জেলা শাসকরা উপস্থিত থাকবেন ভিডিও কনফারেন্সে।
photos