ধনতেরাসে মন্দাকে বুড়ো আঙুল, শহরের বিভিন্ন গহনার শোরুমে ভিড় ক্রেতাদের
Oct 25, 2019, 15:11 PM IST
1/5
ধনতেরাস উপলক্ষ্যে আবার চাঙ্গা কলকাতার সোনার গহনার বাজার। গহনা ব্যবসায়ীদের দাবি, আর্থিক মন্দার জেরে সারা বছর বিক্রিবাটা ছিল বেশ কম। তাছাড়া সোনার দাম যেভাবে বেড়েছে তার জেরে হালকা সোনার গহনাই ছিল ক্রেতাদের প্রথম পছন্দ। তবে, উৎসবের মরসুমে সকাল থেকেই শহরের বিভিন্ন গহনার দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো।
2/5
আর্থিক মন্দার জেড়ে হয় তো কিছুটা প্রভাব পড়েছে সারা বছরের সোনার বিক্রিবাটায়। তবে ধনতেরাসের দিনটা একেবারেই আলাদা। এই একটি দিনে এখনও থাবা বসাতে পারেনি আর্থিক মন্দা। আর ব্যবসায়ীরাও মুখিয়ে ছিলেন এই দিনটারই জন্য।
photos
TRENDING NOW
3/5
এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন ছোট-বড় গহনার শোরুমে ভিড় জমিয়েছিলেন ক্রেতারা।
4/5
এক গহনা বিক্রেতা সাজিদের মতে, "সারা বছর বিক্রিবাটা যেমনই থাকুক না কেন, গত দু'দিনে কাস্টমার ভালই হচ্ছে।"
5/5
ধনতেরাসের জন্য সোনা কেনাকাটা করতে গহনার শোরুমে এসেছিলেন শতরূপা। তাঁর কথায়, "ব্যাঙ্কে টাকা রাখলে তাতে সুদের হার কমেছে। সেক্ষেত্রে সোনাকে ভাল বিনিয়োগ বলাই যায়।" ফলে, ধনতেরাসে পুরানো সোনা বিক্রি করে নতুন সোনার গহনার কেনাকাটিও চলছে পুরোদমে।