Bus Trip: এবার বাসে করেই চলে যান দিকশূন্যপুর

| Nov 23, 2021, 20:29 PM IST
1/7

বিকল্প

alternate

অনেক সময়েই ট্রেনের টিকিট কনফার্মড পাওয়া মুশকিল হয়। এদিকে ঘোরার জন্য ছুটি ম্য়ানেজের মতো কঠিন কাজটি সারা হয়ে গেলে তার পর গাড়িতে চেপে বসতে না পারলে খুবই খারাপ লাগে। তা হলে কেন ট্রেনের জন্য সময় নষ্ট করা? বাসকে বিকল্প ধরা যেতেই পারে।   

2/7

বাস জার্নি

bus journey

বাস মানে মোটেই শর্ট ডিস্ট্যান্সের কথা বলা হচ্ছে না। লং জার্নিও করুন না বাসে। ভারতের বেশ কয়েকটি ডেস্টিনেশন আছে যেখানে অনায়াসে ট্রেনের বিকল্প হয়ে উঠতে পারে বাস। যেমন কলকাতা থেকে দার্জিলিং, কলকাতা থেকে ওড়িশা, বম্বে থেকে গোয়া, দিল্লি থেকে মানালি, বেঙ্গালুরু থেকে উটি। 

3/7

উত্তরবঙ্গ

north bengal

কলকাতা থেকে ট্রেনে নর্থবেঙ্গল যাওয়া কঠিন। কেননা অর্ধেক সময়ে ট্রেনে বুকিং পাওয়া যায় না। তাই দার্জিলিং বা ডুয়ার্স যাওয়ার প্রয়োজন হলে অনায়াসে বাসকে বিকল্প ভাবাই যায়।  

4/7

বাংরিপোষি

odisha

কলকাতা থেকে অনায়াসে বাসে ওড়িশা যাওয়া চলে। সবচেয়ে সহজে যাওয়া চলে বাংরিপোষি।   

5/7

পাহাড়ি পথে

hilly route

দিল্লি থেকে মানালি আর একটি সুন্দর রুট। এই পথে শরীরের ক্লান্তি কখনও মনকে ভারাক্রান্ত করতে পারে না।  

6/7

বেঙ্গালুরু থেকে

expedetion

বেঙ্গালুরু থেকে উটিও একটি সুন্দর জার্নি হতে পারে। 

7/7

স্মৃতিমেদুর

memorable

বাসে সোলো বা গ্রুপ জার্নি দুটোই খুব চিত্তাকর্ষক হতে পারে। দুটোই মেমোরেবল হতে পারে। এমনও হতে পারে, এই সব রুটের কোনও একটিতে ঘুরে আসার পর আপনার কাছে হয়তো ট্রেনের আকর্ষণ এক ধাক্কায় অনেকটাই কমে গেল।