1/5
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
একটানা এতদিন বাড়িতে বসে থাকায় আয় নেই অনেকেরই। সেক্ষেত্রে বাস-সওয়ারিরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের। তাঁরা কীভাবে চলাফেরা করবেন? সরকারের কাছে মধ্যস্থতার দাবি করছেন বাসমালিক-যাত্রী, উভয়পক্ষই। তবে প্রশ্ন থেকে যাচ্ছে আরও একটি বিষয়ে, বেসরকারি বাসচালকরা কি আদৌ সরকারি স্বাস্থ্যবিধি মেনে ২০ জন যাত্রীই তুলবেন? আর যদি তা না করেন, তাহলে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে।
5/5
উল্লেখ্য, বাস ভাড়া যে বাড়তে চলেছে তার ইঙ্গিত মিলেছিল মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কথাতেই। মুখ্যমন্ত্রী বলেন, "এখন বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া কী হবে? তা নিজেরা ঠিক করে নেবে। যাঁরা সেটা ব্যয় করতে পারবেন, তাঁরা-ই বাসে উঠবেন। আর যাঁরা পারবেন না, তাঁরা উঠবেন না। এই বিষয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
photos