বর্ধমান স্টেশনের মূল ভবন ভেঙে পড়ার পর এবার নিত্যযাত্রীদের নয়া আতঙ্ক ফুট ব্রিজ। যাত্রীর ভিড় ফুট ব্রিজ সামলাতে পারবে কিনা এখন তা নিয়েই চিন্তিত সকলেই। ছবি: তন্ময় প্রামাণিক
2/5
আতঙ্ক আর অস্বাচ্ছন্দ্য নিত্যসঙ্গী বর্ধমান স্টেশনের। ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মধ্যে থাকা চলমান সিঁড়ি কবে চলে কখন চলে তা যাত্রীদের অনেকেই জানেন না। সারাদিনে তা ঘন্টাখানেক চলে না বলেও অভিযোগ অনেক যাত্রীদের। ছবি: তন্ময় প্রামাণিক
photos
TRENDING NOW
3/5
৪ ও ৫ নম্বর প্লাটফর্মের মাঝে তৈরি চলমান সিঁড়ি প্রস্তুত হলেও তা চালু করা হয়নি। মূলত ২টি ফুটব্রিজে স্টেশনে নামা যাত্রীদের ভাগ করে বাইরে পাঠাচ্ছেন আরপিএফ কর্মীরা। ছবি: তন্ময় প্রামাণিক
4/5
দুর্ঘটনা এড়াতে প্লাটফর্ম থেকে স্টেশন চত্বর ছেয়ে আছেন শতাধিক রেলকর্মী আরপিএফ। এর মধ্যে আট নম্বর প্লাটফর্মে যাওয়ার ফুটব্রিজে ফাটল রয়েছে। টাইলস উঠে যাচ্ছে, বড় হয়েছে গর্ত। অবস্থা এমন যেকোনও সময়েই ভেঙে পড়তে পারে বর্ধমান রেল স্টেশনের ফুট ব্রিজ। ছবি: তন্ময় প্রামাণিক
5/5
ভিড়ে দুর্ঘটনার অভিযোগ মহিলা-পুরুষ সমস্ত নিত্যযাত্রীদেরই। একসঙ্গে দুটি ট্রেন ঢুকলে কিংবা একটি ট্রেন ঢোকা ও অন্য একটি ট্রেন ছাড়ার ঘোষণা হলেই ভিড়ের চাপে আটকে যাচ্ছে ফুটব্রিজ। সব মিলিয়ে নাজেহাল যাত্রীরা। রয়েছে ভয়ও। ছবি: তন্ময় প্রামাণিক