চৈত্র সেলের বাজারে সুপারহিট গোলাপের বিকিকিনি

Apr 10, 2019, 22:16 PM IST
1/5

গোলাপের সেল

চৈত্র সেলের বাজারে সুপারহিট গোলাপের বিকিকিনি

চলছে চৈত্র সেল। জামা-কাপড়ের দোকানে সন্ধ্যা নামলেই ঢল নামছে ক্রেতাদের। এটাই প্রতি বছরের স্বাভাবিক ছবি।

2/5

গোলাপের সেল

চৈত্র সেলের বাজারে সুপারহিট গোলাপের বিকিকিনি

আর সেই স্বাভাবিক ছবির মধ্যে একেবারে অন্যরকম হয়ে হাজির হয়েছে গোলাপ ফুল। চৈত্র সেলে গোলাপের বিকিকিনিতেও মিলছে প্রচুর ছাড়। ফলে সেই গোলাপ কিনতে ভিড় করছেন তরুণ-তরুণীরা।

3/5

গোলাপের সেল

চৈত্র সেলের বাজারে সুপারহিট গোলাপের বিকিকিনি

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের সামনে বিধান স্ট্যাচু মোড়ে চলছে গোলাপের সেল। ৩০ টকায় মিলছে ৫০টি গোলাপ। ক্রেতারা শুধু কিনছেন না, গোলাপের সঙ্গেও সেলফিও তুলছেন।

4/5

গোলাপের সেল

চৈত্র সেলের বাজারে সুপারহিট গোলাপের বিকিকিনি

হঠাত্ কেন গোলাপের সেল! উত্তরে বিক্রেতা সুকুমার ভট্টাচার্য জানান, এখন বিয়ের তারিখ নেই। তাছাড়া গরম বাড়ছে। ফুল শুকিয়ে যাচ্ছে। নষ্ট হয়ে  যাচ্ছে। তাই কম দামে চাষিরা ফুল বিক্রি করে দিচ্ছেন। আর তাতেই হুহু করে বাড়ছে বিক্রি।

5/5

গোলাপের সেল

চৈত্র সেলের বাজারে সুপারহিট গোলাপের বিকিকিনি

মূলত নদীয়া থেকে গোলাপ আসছে বর্ধমানের বাজারে। প্রতিদিন গড়ে ৮ লক্ষ গোলাপ বিক্রি হচ্ছে গোলাপবাগ ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা থেকে স্কুল পড়ুয়া কিংবা পথ চলতি মানুষজন সকলেই গোলাপে আকৃষ্ট হচ্ছেন।