Pandemic: কেউ এড়াতে পারবে না! পরবর্তী অতিমারী 'অবশ্যম্ভাবী', ভয় ধরালেন ব্রিটিশ বিজ্ঞানী...

British top Scientist warns: আগাম সতর্ক হলে এড়ানো যেত কোভিডের ভয়াবহতা। রোখা যেত কোভিডের মৃত্যুমিছিল। 

| May 28, 2024, 14:56 PM IST
1/7

অতিমারী 'অবশ্যম্ভাবী'

Pandemic Inevitable

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার অতিমারীর আতঙ্ক? আবার মৃত্যুমিছিল? আবার লকডাউন? ব্রিটিশ বিজ্ঞানীর কথায় অশনিসংকেত।  

2/7

অতিমারী 'অবশ্যম্ভাবী'

Pandemic Inevitable

ব্রিটেনের প্রাক্তন বিজ্ঞান উপদেষ্টার কথায়, কেউ এড়াতে পারবে না! পরবর্তী অতিমারী 'অবশ্যম্ভাবী'।  

3/7

অতিমারী 'অবশ্যম্ভাবী'

Pandemic Inevitable

তাই সেই অতিমারী মোকাবিলায় প্রস্ততি নেওয়ার জন্যও সরকারকে সতর্ক করেছেন তিনি। কোথা থেকে বিপদ আসতে পারে, সেই বিষয়ে নজরদারি আরও বাড়াতে বলেছেন তিনি।   

4/7

অতিমারী 'অবশ্যম্ভাবী'

Pandemic Inevitable

বিপদের সম্ভাবনা ঘুণাক্ষরে আঁচ করতে পারলেই তা নির্মূল করতে দ্রুততার সঙ্গে 'রেসপন্স' করারও পরামর্শ দিয়েছেন তিনি।   

5/7

অতিমারী 'অবশ্যম্ভাবী'

Pandemic Inevitable

তাঁর কথায় যদি আগাম সতর্ক হওয়া যেত, তাহলে বাজারে যে ওষুধ-ভ্যাকসিন ও চিকিৎসা মেলে, তা দিয়েই কোভিডের ভয়াবহতাকে রোখা যেত।   

6/7

অতিমারী 'অবশ্যম্ভাবী'

Pandemic Inevitable

একইসঙ্গে তিনি এও বলেছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাপে দেশগুলি 'অতিমারী চুক্তি' করতে সম্মত হয়েছে ঠিক-ই, তবে ফোকাসের অভাব রয়েছে।   

7/7

অতিমারী 'অবশ্যম্ভাবী'

Pandemic Inevitable

মহামারী মোকাবিলায় 'অতিমারী চুক্তি' একটি 'ইতিবাচক পদক্ষেপ' হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।