ফের মৃত্যু এভারেস্টে, চলতি মরশুমে এই নিয়ে মারা গেলেন ১৮ জন পর্বতারোহী

May 26, 2019, 16:19 PM IST
1/5

ফের মৃত্যু এভারেস্টে

ফের মৃত্যু এভারেস্টে

এভারেস্টে মৃত্যুমিছিল অব্যাহত। এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করতে গিয়ে প্রাণ হারালেন এক ব্রিটিশ পর্বতারোহী। নাম রবিন হেনস ফিশার। 

2/5

ফের মৃত্যু এভারেস্টে

ফের মৃত্যু এভারেস্টে

চলতি মরশুমে এই নিয়ে এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারালেন ১৮ জন পর্বতারোহী। 

3/5

ফের মৃত্যু এভারেস্টে

ফের মৃত্যু এভারেস্টে

চলতি মরশুমে নেপাল সরকার ৩১৮ জন পর্বতারোহীকে এভারেস্টে ওঠার অনুমতি দিয়েছে। এভারেস্টে ওঠার অনুমতি পেতে প্রত্যেক পর্বতারোহীকে ১১ হাজার ডলার ফি দিতে হয়েছে।

4/5

ফের মৃত্যু এভারেস্টে

ফের মৃত্যু এভারেস্টে

রবিন হেনস ফিশার শনিবার সকালে এভারেস্টের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তিনি চূড়ার মাত্র ১৫০ মিটার নিচে পড়ে মারা যান বলে জানিয়েছে ফিশারের দায়িত্বে থাকা এভারেস্ট পরিবার এক্সপেডিশন কোম্পানি। 

5/5

ফের মৃত্যু এভারেস্টে

ফের মৃত্যু এভারেস্টে

এভারেস্ট জয়ে গিয়ে একের পর এক মৃত্যু নেপাল সরকারকে কিছুটা হলেও চাপে ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে, এভারেস্টের চূড়ায় ওঠার জন্য পর্বতারোহীদের রীতিমতো লাইন পড়ে গিয়েছে।