থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে বাঘের সঙ্গে ছবি পোস্ট বনি-কৌশানির

Jan 09, 2020, 13:49 PM IST
1/8

কিছুদিন আগেই নববর্ষের সেলিব্রেশনে সহ অভিনেতা তথা কাছের বন্ধু বনি সেনগুপ্তর সঙ্গে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। 

2/8

ব্যাংককের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বনি-কৌশানি। 

3/8

পাটায়াতে বাঘের সঙ্গে ছবি তুলে নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বনি-কৌশানি। 

4/8

''পায়ে পড়ি বাঘমামা, করো নাকো রাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো?'' ব্যাপারটা কিন্তু এক্কেবারেই এমনটা নয়। দিব্যি সাহসের সঙ্গে বাঘের সামনে ছবি তুলেছেন বনি-কৌশানি। 

5/8

প্রসঙ্গত, টলি পাড়ায় বনি-কৌশানির প্রেমের খবর এখন প্রায় সকলেরই জানা। 

6/8

বহুদিন হল একে অপরের সঙ্গে জমিয়ে প্রেম করছেন বনি-কৌশানি জুটি, এখন শুধুই সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষা। 

7/8

তবে কবে তাঁরা বিয়ে করছেন,  কিছু আগে Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে বনি-কৌশানি জানিয়েছিলেন তাঁদের হাতে এখনও বেশকিছুটা সময় রয়েছে, কেরিয়ার কিছুটা সামলে নিয়ে তবেই বিয়ের কথা ভাববেন।

8/8

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বনি ও কৌশানি একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন, এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন।