পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-র সঙ্গ যোগ শাহরুখ-গৌরীর? দাবি বিজেপির, ছবি ভাইরাল

Jul 23, 2020, 13:18 PM IST
1/8

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাক সেনার সঙ্গে বলিউডের বেশ কয়েকজন তারকার যোগ রয়েছে বলে সম্প্রতি দাবি করেন বিজেপি নেতা বৈজয়ন্ত জয় পান্ডা। ​বিজেপি নেতার ওই দাবি প্রকাশ্যে আসার পরই বেশ কয়েকটি ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

2/8

রিপোর্টে প্রকাশ, বলিউড তারকা শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খানের সঙ্গে নাকি ব্যবসায়িক যোগ রয়েছে রেহান সিদ্দিকি এবং টনি আসাইয়ের। যে রেহান সিদ্দিকি এবং টনি আসাইয়ের বিরুদ্ধে একাধিক ভারত বিরোধী মন্তব্য এবং জম্মু কাশ্মীরে জঙ্গিদের ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে 

3/8

রিপোর্টে প্রকাশ, আমেরিকায় বসবাসকারী টনি আসাইয়ের গলায় মাঝে মধ্যেই ভারত বিরোধী মন্তব্য শোনা যায়। কাশ্মীরে জন্ম টনি আসাই বর্তমানে আমেরিকায় বসবাস করলেও কাশ্মীরের স্থানীয় তরুণরা যাতে ভারতের বিরুদ্ধে গিয়ে কার্যকলাপ শুরু করেন, সে বিষয়ে মদত দেওয়ার কাজ করেন। শুধু তাই নয়, কাশ্মীরি যুবকদের জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া থেকে শুরু করে সেনার উপর পাথর ছোড়ার কাজেও টনি আসাই ইন্ধন জুগিয়ে যান বলে খবর। এই টনি আসাইয়ের সঙ্গেই নাকি শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খানের ব্যবসায়িক যোগ রয়েছে। সম্প্রতি এমনই খবর এবং বেশ কয়েকটি ছবি ভাইরাল হতে শুরু করেছে বলে অভিযোগ

4/8

শুধু কাশ্মীরি টনি আসাইয়ের সঙ্গেই যে শাহরুখ খান এবং গৌরী খানের ব্যবসায়িক যোগ রয়েছে তা নয়, পাকিস্তানি রেহান সিদ্দিকির সঙ্গেও নাকি যোগ রয়েছে বলিউডের এই পাওয়ার কাপলের 

5/8

রিপোর্টে প্রকাশ, রেহান সিদ্দিকি আদতে পাকিস্তানি। পাকিস্তানে জন্ম হলেও রেহান বর্তমানে হাউজস্টোনের বাসিন্দা। রেহানের বর্তমানে একটি রেডিও চ্যানেল রয়েছে। পাশাপাশি দক্ষিণ এশিয়া এবং বলিউডের একাধিক বড় তারকাদের নিয়ে মার্কিন মুলুকে ৪০০-রও বেশি অনুষ্ঠান রেহান সিদ্দিকি করিয়েছেন বলে খবর

6/8

শুধু তাই নয়, বেশ কয়েকজন বড় মাপের বলিউড তারকাকে হাউজস্টোনে নিয়ে গিয়ে অনুষ্ঠান করিয়েছেন পাকিস্তানি রেহান সিদ্দিকি। পাশাপাশি তাঁর যে রেডিও চ্যানেলটি রয়েছে, সেখান থেকেও বিভিন্ন সময় ভারত বিরোধী মন্তব্য করা হয় বলে অভিযোগ। ভারত বিরোধিতায় রেহান সিদ্দিকির ওই রেডিও চ্যানেল বড় ভূমিকা নেয় বলেও অভিযোগ

7/8

জানা যাচ্ছে, পাকিস্তানি বংশোদ্ভূত রেহান সিদ্দিকির রেডিও চ্যানেল থেকেই পুলওয়ামা হামলা এবং বালাকোটে সার্জিকাল স্ট্রাইকের সময় ভারত বিরোধী মন্তব্য করা হয়। বিভিন্ন সময়ে তা রেডিও চ্যানেলের মাধ্যমে প্রচার করা হয় বলেও অভিযোগ 

8/8

ভারত বিরোধী মন্তব্যের অভিযোগে রেহান সিদ্দিকির বিরুদ্ধে বর্তমানে একাধিক অভিযোগ নিয়ে সরব হন শিবসেনা সাংসদ। এরপরই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে রেহান সিদ্দিকিকে কালো তালিকাভুক্ত করা হয় বলে খবর