KKR | IPL Auction 2025: ৫ নাইটকে ছাড়ছে কেকেআর, রয়েছেন ২৪.৭৫ কোটির বিদেশিও! চোখ বুলিয়ে নিন তালিকায়
5 Players KKR Can Release Ahead Of IPL 2025 Mega Auction: গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু তাদের খেলোয়াড় ছাড়তে বেশ বেগ পেতে হবে। তবে ছাড়তে যে হবেই।
1/8
আইপিএল ২০২৫-এ ক্রিকেটার ধরে রাখার নিয়ম
2/8
আইপিএল ২০২৫-এ ক্রিকেটার ধরে রাখার নিয়মে ভাগ
photos
TRENDING NOW
3/8
৫ নাইটকে ছাড়ছে কেকেআর!
4/8
মিচেল স্টার্ক
চলতি বছর আইপিএল শুরুর দিকে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। সমালোচনার ঝড় উঠেছিল বিশ্ববন্দিত অজি পেসার মিচেল স্টার্ককে নিয়ে! সবাই বারবার বলেছিলেন, যে বোলারের বায়োডেটায় আইপিএল খেলার সেভাবে অভিজ্ঞতাই নেই, তাঁর জন্য় আর যাই হোক ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করার তো কোনও মানেই হয়নি কলকাতা নাইট রাইডার্সের! তবে লিগ যত গড়াতে থাকে স্টার্ক তত খোলস ছেড়ে বেরিয়ে আসেন। তিনি ১৩ ম্য়াচে ১৭ উইকেট তুলে নিজের জাত চিনিয়ে দেন। তবে স্টার্ক আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। কেকেআর সম্ভবত এত টাকার কথা ভেবেই অজি পেসারকে ছেড়ে দেবে।
5/8
অঙ্গকৃষ রঘুবংশী
6/8
রমনদীপ সিং
7/8
বৈভব অরোরা
8/8
রহমানুল্লাহ গুরবাজ
চলতি বছর আইপিএলে ব্বিধ্বংসী মেজাজে ছিলেন ফিল সল্ট। সুনীল নারিনের সঙ্গে ওপেনিংয়ে জুটি বেঁধে পাগল করে দিয়েছিলেন। দুই ব্য়াটারই প্রতিপক্ষের বোলারদের ছিঁড়ে খেয়েছিলেন। সল্টের জন্য়ই প্রায় পুরো মরসুম ডাগআউটে বসেছিলেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। চলতি বছর সল্ট ১২টি ইনিংসে ব্যাট করে ৪৩৫ রান করেছিলেন। সল্টকেই কেকেআর রাখবে এবং গুরবাজকে ছেড়ে দেবে, একথা বলাই যায়। চলতি বছর গুরবাজ মাত্র ২ ম্য়াচে ১৩৪.৭৮-এর স্ট্রাইক রেটে ৬২ রান করেছিলেন।
photos