Apple Store Launch Event:মুম্বাইয়ে প্রথম অ্যাপল স্টোর লঞ্চ! টিম কুকের সঙ্গে দেখা করতে গোটা বি-টাউন...

Tim Cook: ১৮ এপ্রিল মুম্বাইয়ে ভারতের প্রথম অ্যাপল স্টোর লঞ্চে করেন সিইও টিম কুক। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌনি রায় থেকে শুরু করে বি-টাউনের বহু তারকা। দেখে নিন, অ্যাপলের সিইও-র সঙ্গে তাঁদের পোজ দেওয়া সেইসব ছবি..

Apr 18, 2023, 18:55 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে বিগত ২৫ বছর ধরে টেক জায়ান্ট হিসেবে নিজেদের জায়গা ধরে রেখেছে অ্যাপলের স্টোর। ১৮ এপ্রিল,মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতের প্রথম অ্যাপল স্টোর লঞ্চে করেন সিইও টিম কুক। একটি ইভেন্টও আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-টাউনের তারকারা। অ্যাপলের সিইও-র সঙ্গে বলিউডের তারকাদের পোজ দেওয়া সেইসব ছবি এখন ভাইরাল...

1/6

গ্র্যান্ড লঞ্চ সেলিব্রেশন

মৌনি রায় থেকে শুরু করে শিল্পা শেঠি, এআর রেহমান, নেহা ধুপিয়ার সঙ্গে আরও অন্যান্য বলিউড এ-লিস্টার পৌঁছে গিয়েছেন অ্যাপল স্টোরের গ্র্যান্ড লঞ্চে। অ্যাপলের প্রথম রিটেল স্টোর উদযাপন করতে এক ছাদের নীচে বি-টাউনের তারকারা। 

2/6

নেহা ধুপিয়া

অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে ফ্রেম শেয়ার করেছেন নেহা ধুপিয়া। 

3/6

রাভিনা ট্যাণ্ডন

ছেলে রণবীর থাদানির সঙ্গে অ্যাপল ইভেন্টে অংশ নিয়েছিলেন অভিনেত্রী রাভিনা ট্যাণ্ডনও।

4/6

বনি কাপুর

 টিম কুকের সঙ্গে অ্যাপল ইভেন্টে এক ফ্রেমে ধরা দিলেন বনি কাপুর।

5/6

শিল্পা শেঠি

র‌্যাপার বাদশার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শিল্পা শেঠি। 

6/6

মৌনি রায়

স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে অ্যাপলের গ্র্যান্ড ইভেন্টে পৌঁছলেন মৌনি রায়। সিইও টিম কুকের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল এই দম্পতিকে।