নিজস্ব প্রতিবেদন: কেরিয়ারের শুরুর দিকে রণবীর কাপুরের প্রেমে পড়েছিলেন সোনম কাপুর। কিন্তু সেই প্রেমকাহিনি স্থায়ী হয়নি বেশিদিন। এরপরই দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজাকে ডেট করতে শুরু করেন সোনম। শেষপর্যন্ত জীবনসঙ্গী হিসাবে আনন্দকেই বেছে নেন অনিল কন্যা।
2/6
শিল্পা রাজ
অক্ষয় কুমার আর শিল্পা শেঠির প্রেমের গল্প কে না জানে। বিচ্ছেদের পর খুব তাড়াতাড়িই বিয়ে করে নিয়েছিলেন অক্ষয়। কিন্তু হাতে কিছুটা সময় নিয়েই লন্ডনের ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা।
photos
TRENDING NOW
3/6
শাহিদ-মীরা
নিজের থেকে প্রায় দশ বছরের ছোট মেয়েকে বিয়ে করে বিতর্কের মুখে পড়েছিলেন শাহিদ কাপুর। কিন্তু কিছুদিন পরেই সকলের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় তাঁদের রসায়ন। প্রেমে যে বয়সটা বিশেষ ফ্যাক্টর নয়, তা প্রমাণ করেন এই কাপল।
4/6
মাধুরী-শ্রীরাম
শুধু বলিউডের বাইরে নয়, এক্কেবারে দেশের বাইরে প্রেম খুঁজে পান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। আমেরিকার ডা. শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন অভিনেত্রী। মাধুরী সঞ্জয় দতের সম্পর্কের কথা আজও ঘোরে বি টাউনের অন্দরে। অনেকেই মনে করেন, সঞ্জয়ের প্রথম ডিভোর্সের কারণও ছিলেন বলিউডের ডান্সিং ডিভা মাধুরী।
5/6
বরুণ-নাতাশা
সম্প্রতি তাঁর অনেকদিনের বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করেন অভিনেতা বরুণ ধাওয়ান। নাতাশা পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।
6/6
লারা-মহেশ
টেনিস প্লেয়ার মহেশ ভূপতিকে বিয়ে করেন বিশ্বসুন্দরী লারা দত্ত। মেয়েকে নিয়ে তাঁদের দশ বছরের সুখের সংসার।