1/5
নিজস্ব প্রতিবেদন: গায়ের রঙ ফর্সা, কালো বা মাঝারি নিয়ে মাথা ব্যাথা থাকে না থাকলেও, গায়ে কালো দাগ মোটে পছন্দ হয়না। আর যদি সেটা গলা বা ঘাড়ে হয় তাহলে তা খুবই অস্বস্তিকর। নানা রকম প্রসাধনী ব্যবহার করেও ওই জেদি দাগ তোলা যায় না। প্রথমেই বলে নেওয়া দরকার, এই কালো দাগ তোলা সময়সাপেক্ষ। কিন্তু ঘরোয়া টোটকা নিয়মিত ব্যবহার করলে মুক্তি মিলবে।
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
বেকিং সোডা বগলের কালো দাগ দূর করতে অনেক ভালো কাজ করে। বেকিং সোডায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। যা বগলের কালো দাগ দূর করে। বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর এই পেস্ট বগলে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন। নারকেল তেল বেকিং সোডার প্যাকও ব্যবহার করতে পারেন। নারিকেল তেলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে বগলে মাখতে পারেন। এতে দাগ দূর হওয়ার পাশাপাশি গন্ধ থেকেও মুক্তি মিলবে।
photos