বিজেপির পাল্টা দাবি, তৃণমূল নেত্রীর ছবি সরানো হয়নি। হতে পারে অমিত শাহকে অভ্যর্থনা জানাতে তৃণমূলই এমনটা করেছে।
5/6
বরানগর পৌরসভার চেয়ারপার্সন অপর্না মল্লিকের কথায়,''এটা নিন্দনীয়। ধিক্কার জানাচ্ছি। সারা ভারতজুড়ে নৈরাজ্য সৃষ্টি করছে বিজেপি। ন্যূনতম রাজনৈতিক সৌজন্যটুকু নেই ওদের। চরম অসভ্য একটা দল। ব্রিগেড উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়েছিলাম। সেটা সরিয়ে নিজেদের প্রচার করেছে''।
6/6
বিজেপি নেতা মানস ভট্টাচার্যের বক্তব্য,''তৃণমূল নেত্রী ও ওনার দলের কাছ থেকে বিজেপি সৃষ্টাচার শিখবে না। আদৌ মুখ্যমন্ত্রীর ছবি ছিল কি না, সেটাই জানি না। হতেও পারে অমিত শাহকে অভ্যর্থনা জানিয়েছে তৃণমূল। অশান্তি ছড়াতে এসব দুষ্কর্ম করছে শাসক''।