নবান্ন অভিযানের পর শুক্রবার ফের কলকাতার রাস্তায় নামছেন দিলীপ ঘোষরা

Oct 08, 2020, 23:39 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: নবান্ন অভিযানে দলীয় কর্মীদের উপরে পুলিস বর্বরোচিত নির্যাতন করেছে বলে অভিযোগ করল বিজেপি। তার প্রতিবাদে শুক্রবার মৌন মিছিলের ডাক দিল তারা।   

2/5

সপ্তাহের শুরুতেই, সোমবার মণীশ শুক্লার দেহ নিয়ে গোটা কলকাতা অচল করেছিল বিজেপি। বৃহস্পতিবার নবান্ন অভিযানে কয়েক ঘণ্টার জন্য থমকে যায় শহর। তার পরের দিন, শুক্রবার মৌন মিছিল করতে চলেছে গেরুয়া শিবির।

3/5

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন,''বিজেপি কর্মীদের উপরে পুলিসি অত্যাচারের প্রতিবাদে আগামিকাল  (শুক্রবার) মৌন মিছিল করব।''   

4/5

মৌন মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্য সভাপতির সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য দফতর থেকে গান্ধী মূর্তি পর্যন্ত হবে এই মৌন মিছিল।   

5/5

এ দিন পুলিসের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। বলেন, ''আমাদের হাজারের বেশি কর্মী জখম হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ৫০০ জনকে। গতকাল রাত থেকে শহরের বিভিন্ন এলাকায় বাস আটকে দেওয়া হয়। এটা কি গণতন্ত্র? রাজনৈতিক বিক্ষোভের অধিকার নেই? গোটা হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছিল। দু-তিন জায়গায় লাঠিচার্জ হয়েছে।''