ব্রেকিং নিউজ : প্রায় ১২০ কিলোমিটার বেগে ভারতের মাটিতে ল্যান্ডফল নিসর্গের

Jun 03, 2020, 13:21 PM IST
1/5

পূর্বাভাস অনুযায়ী দুপুর ১টায় মহারাষ্ট্রের উপকূলবর্তী দক্ষিণ আলিবাগ অঞ্চলে ল্যান্ডফল করল সাইক্লোন নিসর্গ।

2/5

ঘণ্টায় প্রায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন আবহবিদরা। অর্থাত্, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার আম্পানের  পর নিসর্গই ভারতের অন্যতম বড় সাইক্লোন। 

3/5

আবহবিদদের মতে এর প্রভাব পড়বে গুজরাটেও। সাইক্লোনের ভয়াবহতা আঁচ করে ইতিমধ্যেই করা হয়েছে সুরক্ষামূলক পদক্ষেপ।

4/5

মহারাষ্ট্রে জারি হয়েছিল রেড অ্যালার্ট। পাশাপাশি সময় থাকতে উপকূলবর্তী অঞ্চল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে  প্রায় ১৫,০০০ পরিবারকে। কাজ করছে একাধিক বিপর্যয় মোকাবিলা টিম।

5/5

ইতিমধ্যে থানে ও মুম্বই এলাকায় বিপুল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।