Lord Shani Zodiacs 2025: ২০২৫-য়ে শনির সুনজরে কারা? জেনে নিন, কোন কোন রাশি ভাসবেন প্রাপ্তির প্রচুর প্লাবনে...

Shani Dev | Lord Shani: ক্রিসমাস (Christmas) এসে গেলে নিউ ইয়ার (New Year) কি খুব দূরে? ফলে, এখন থেকেই জেনে নিন, বড়ঠাকুরের (Borothakur) কৃপায় আসন্ন নতুন বছরে কেমন কাটবে আপনার।

| Dec 21, 2024, 13:48 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিসমাস (Christmas) এসে গেলে নিউ ইয়ার (New Year) কি খুব দূরে? ফলে, এখন থেকেই জেনে নিন, শনিদেবের (Lord Shani) কৃপায় আসন্ন নতুন বছরে কেমন কাটবে আপনার। সারা বছর সবচেয়ে যে বিষয় নিয়ে মানুষ ভাবিত থাকেন, তা হল শনির আশীর্বাদ। কারা কারা শনির সুনজরে, কারা কারা তাঁর কুনজরে-- এটা জানতে সকলেই উদগ্রীব থাকেন। কেন?

1/6

কর্মফলের দেবতা

শনি (Lord Shani) তো কর্মফলের দেবতা। কর্মফল দেন। আর, কে না জানে, যেমন কর্ম, তেমন ফল। ফলে অনেকেই শনিঠাকুরকে একটু নিষ্ঠুর দেবতা বলে মনে করেন। কারণ, মানুষ তো সব সময় পুণ্যের কাজ করে না, বরং উল্টোটাই করে বেশি। ফলে, তাদের ভোগান্তিও ঘটে। 

2/6

কুম্ভ থেকে মীনে

শনি একটি রাশিতে মোটামুটি আড়াই বছর ধরে থাকেন। এখন শনি আছেন কুম্ভ রাশিতে (Aquarius)। সেখানে থাকবেন আগামী ২৯ মার্চ পর্যন্ত। পরে মীনে (Pisces) প্রবেশ করবেন। 

3/6

২০২৭ সালের ৩ জুন

২০২৫ সালের ২৯ মার্চের পরে শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছেন। ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। আর এর ফলে ২০২৫ (2025) জুড়ে ও তার পরবর্তী সময়ে কোন কোন রাশি শনির কৃপায় থাকবেন সৌভাগ্যের চূড়ায়, কারা কারা পড়বেন তাঁর রোষে, এটা জানতে সকলেই আগ্রহী। আসুন, সেটা দেখে নেওয়া যাক।

4/6

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতকেরা নতুন বছরে শনির (Lord Shani) বিপুল আশীর্বাদ লাভ করবেন। যাঁরা চাকরিজীবী তাঁরা এবং যাঁরা ব্যবসায় যুক্ত তাঁরা-- উভয়েই ২০২৫ সালে বিপুল প্রাপ্তিতে প্লাবিত হবেন। নানা দিক থেকে অকল্পনীয় প্রাপ্তিযোগ ঘটবে এঁদের। বড় মাপের আর্থিক প্রাপ্তিও।

5/6

তুলা রাশি

তুলা রাশিরা (Libra) মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। শারীরিক সমস্যাও কমবে। সবচেয়ে বড় কথা, এঁরা শত্রুদের মুখে ছাই দিয়ে তরতর করে এগিয়ে যাবেন।

6/6

মকর রাশি

মকর রাশির (Capricorn) জাতকদের টানা 'ব্যাড টাইম' থেকে মুক্তি মিলবে এই ২০২৫-য়ে এসেই। স্বাস্থ্যগত কোনও সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগলে, রেহাই মিলবে তা থেকেও। নতুন কোনও প্রকল্প শুরু করতে পারবেন এ সময়ে। বিনিয়োগে প্রাপ্তি আছে। আত্মবিশ্বাস বাড়বে।  (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)