বর্জ্য ব্যবস্থাপনায় উদ্যোগ বিধাননগর পুরসভার, বাড়ি বাড়ি পৌঁছল ২টি বালতি

| Nov 06, 2019, 19:42 PM IST
1/5

সুতপা সেন: 'নির্মল বাংলা' কর্মসূচিতে অভিনব পদক্ষেপ করল বিধাননগর পুরসভা। পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে প্রতিটি বাড়িতে বর্জ্য ফেলার জন্য দেওয়া হচ্ছে  দু'ধরনের পাত্র।

2/5

সবুজ ও নীল- রঙের দুটি বিন দেওয়া হচ্ছে নাগরিকদের। সবুজ বিনে ফেলতে হবে পচনশীল বস্তু। বাকি বর্জ্য ফেলতে হবে নীল পাত্রে। 

3/5

সবুজ বালতিতে ফেলতে হবে কাটা সবজির উচ্ছিষ্ট, রান্না করা খাবার, ডিমের খোলা, মাছের আঁশ, হাড় ইত্যাদি পচনশীল বস্তু।   

4/5

প্লাস্টিক, কাঠ, লোহা, ধাতব বস্তু ও অন্যান্য অপচনশীল বস্তু ফেলতে হবে নীল বালতিতে।

5/5

বর্জ্যের মধ্যে ফারাক করার প্রক্রিয়া ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে চালু হয়েছে। পচনশীল দ্রব্যগুলিকে সার হিসেবেও কাজে লাগানো হচ্ছে। এরাজ্যে এহেন উদ্যোগে পথ দেখাল বিধাননগর পুরসভা।