Bhupendranath Datta: স্বামী বিবেকানন্দের কনিষ্ঠ ভূপেন্দ্রনাথ আজ এক বিস্মৃতপ্রায় নাম

| Sep 04, 2021, 23:03 PM IST
1/6

বিবেকানন্দের কনিষ্ঠ ভ্রাতা

Vivekananda's Younger Brother

স্বামী বিবেকানন্দকে সারা পৃথিবী মনে রেখেছে। ভারতবাসী ও বিশেষ করে বাঙালি তো তাঁকে মনে রেখেছেই। কিন্তু তাঁর কনিষ্ঠ ভাই ভূপেন্দ্রনাথকে ক'জন মনে রেখেছেন? ভূপেন্দ্রনাথ কিন্তু শুধু বিবেকানন্দের ভাই বলেই স্মরণযোগ্য, তা নন। তিনি নিজের গুণেই স্মরণযোগ্য। বরং অগ্রজের চেয়ে তাঁর পথ ভিন্ন, আদর্শ ও কর্ম ভিন্ন। কিন্তু সেই পথেই তিনি মহান। সর্বার্থেই এক বিরল গোত্রের বাঙালি এই ভূপেন্দ্রনাথ ছিলেন সাহসী, নিবেদিতপ্রাণ, দৃঢ়চিত্ত, বিপ্লবীচেতনার এক আদ্যন্ত চিন্তাশীল সৃষ্টিশীল মানুষ। 

2/6

শিবনাথ শাস্ত্রীর দ্বারা প্রভাবিত

Influenced by Sivanath Sastri

ভূপেন্দ্রনাথ কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে এন্ট্রান্স পাস করেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার আগে তিনি ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হন। শিবনাথ শাস্ত্রীর সঙ্গে পরিচিত হন, প্রভাবিতও হন।

3/6

অরবিন্দের সঙ্গে

WITH AUROBINDO GHOSH

ভারত থেকে ইংরেজ তাড়ানোর উদ্দেশ্যে ১৯০২ খ্রিস্টাব্দে ব্যারিস্টার পি মিত্রের নিখিল বঙ্গ বৈপ্লবিক সমিতিতে যোগ দেন ভূপেন্দ্রনাথ। এখানেই তিনি যতীন বন্দ্যোপাধ্যায়, ভগিনী নিবেদিতা, অরবিন্দ ঘোষ প্রমুখের সাহচর্য পান। তাঁর দাদা বিবেকানন্দের রচনাও তাঁকে প্রভাবিত করেছিল। ১৯০৬ খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ প্রতিষ্ঠিত সাপ্তাহিক যুগান্তরের সম্পাদক হন ভূপেন্দ্র। 'সোনার বাঙলা' নামে একটি ইস্তাহার প্রকাশের জন্য ১৯০৭ খ্রিস্টাব্দে তাঁর এক বছরের সশ্রম কারাদণ্ড হয়। মুক্তির পর তিনি ছদ্মবেশে আমেরিকা যাত্রা করেন। সেখানে ইন্ডিয়া হাউসে আশ্রয় পান। এখানেই তিনি পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেন।  

4/6

লেনিনের সঙ্গে

LENIN

১৯২১ খ্রিস্টাব্দে তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের আহ্বানে তিনি মস্কোয় যান। এই অধিবেশনে মানবেন্দ্রনাথ রায় এবং বীরেন্দ্রনাথ দাশগুপ্ত উপস্থিত ছিলেন। তিনি সোভিয়েত নেতা লেনিনের কাছে ভারতের স্বাধীনতা আন্দোলন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি গবেষণাপত্রও জমা দেন ।

5/6

নেহরুর সঙ্গে

WITH NEHRU

১৯৩০ খ্রিস্টাব্দে কংগ্রেসর করাচি অধিবেশনে শ্রমিক এবং কৃষকদের মৌলিক অধিকার নিয়ে একটি প্রস্তাব নেহেরুকে দিয়ে গ্রহণ করান। বহু শ্রমিক এবং কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৩৬ খ্রিস্টাব্দ থেকে ভারতের কৃষক আন্দোলনে যুক্ত থেকে বঙ্গীয় কৃষক সভার অন্যতম সভাপতি এবং দু'বার অখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অধিবেশনে সভাপতি হন। আইন অমান্য আন্দোলনে কারাবরণও করেন।

6/6

সাহিত্য প্রতিভা

A FLUENT WRITER

সারাজীবন বিপুল কর্মভার সামলেও নানা বিষয়ে প্রচুর লেখালিখি করে গিয়েছেন ভূপেন্দ্রনাথ। সমাজবিজ্ঞান, নৃতত্ত্ব, ইতিহাস, সাহিত্য, বৈষ্ণবশাস্ত্র, হিন্দুশাস্ত্র, মার্কসীয় দর্শন প্রভৃতি বিষয়ে তার গভীর পাণ্ডিত্য ছিল। তাঁর উল্লেখযোগ্য কতগুলি রচনা হল-- ভারতীয় সমাজপদ্ধতি, আমার আমেরিকার অভিজ্ঞতা, বৈষ্ণব সাহিত্যে সমাজতন্ত্র, বাংলার ইতিহাস, ডায়ালেক্টস অফ হিন্দু রিচুয়ালিজম, ডায়ালেক্টস অফ ল্যান্ড ইকোনমিকস অফ ইন্ডিয়া, Swami Vivekananda, Patriot-prophet: A Study ইত্যাদি।