1/8
প্রেমেন্দ্র মিত্র
খাঁটি প্রতিভার বাঙালির সংখ্যা হাতে গোনা। অথচ একটা সময়ে বাংলা সাহিত্য-সংস্কৃতির জগতে প্রতিভার ছড়াছড়ি ছিল। প্রেমেন্দ্র মিত্র বাঙালির সেই হারিয়ে যাও বিচ্ছুরিত প্রতিভার অন্যতম দৃষ্টান্ত। তিনি একাধারে কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, কল্পবিজ্ঞান রচয়িতা, আবার গোয়েন্দাকাহিনির স্রষ্টা, গীতিকার, চিত্রপরিচালক। আজ, ৪ সেপ্টেম্বর তাঁর জন্মদিন।
2/8
সম্ভ্রান্ত মিত্র বংশীয়
photos
TRENDING NOW
3/8
কল্লোল যুগ
4/8
ছোটগল্পকার
ছোটগল্প দিয়েই তাঁর সাহিত্যজীবন শুরু। মানুষের সম্পর্কের ভাঙাগড়া, মানবমনের জটিলতা, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ব্যথাবেদনার আঁতের কথা নতুন ভাবে ও ভঙ্গিতে অনন্য স্বকীয়তায় প্রকাশ করলেন প্রেমেন্দ্র মিত্র। তাঁর বিখ্যাত ছোট গল্পসংকলনগুলি হল-- 'বেনামী বন্দর', 'পুতুল ও প্রতিমা', 'পুন্নাম', 'তেলেনাপোতা আবিষ্কার'।
5/8
মামাবাবু
প্রেমেন্দ্র মিত্রই প্রথম বাঙালি সাহিত্যিক যিনি নিয়মিত কল্পবিজ্ঞান বা বিজ্ঞান-ভিত্তিক গল্প-উপন্যাস লিখেছেন। 'পিঁপড়ে পুরান' তাঁর প্রথম কল্পবিজ্ঞান রচনা। 'কুহকের দেশে' গল্পে তাঁর কল্পবিজ্ঞান ও অ্যাডভেঞ্চার কাহিনীর নায়ক 'মামাবাবু'র আত্মপ্রকাশ। ১৯৪৮ সালে 'ড্রাগনের নিঃশ্বাস' প্রকাশিত হলে মামাবাবু পাঠকমহলে জনপ্রিয় হয়।
6/8
ঘনাদা ও পরাশর
7/8
চলচ্চিত্রকার
8/8
কবি
photos