Ram Mandir in Murshidabad: হুমায়ুনের বাবরি মসজিদের পাল্টা তৈরি হবে রাম মন্দির! জানালেন বঙ্গীয় হিন্দু সেনা...
Murshidabad: বাবরি মসজিদের পাল্টা রাম মন্দির তৈরির ঘোষণা করলেন হিন্দুত্ববাদী সংগঠনের। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছেন, 'হুমায়ুন কবীরের দলে কোনও সম্মান নেই। মুর্শিদাবাদে আমরা রামমন্দিরের অনুকরণে মন্দির তৈরি করব।'
1/5
মুর্শিদাবাদে বাবরি মসজিদ
2/5
মুর্শিদাবাদে রাম মন্দির
photos
TRENDING NOW
3/5
মুর্শিদাবাদে রাম মন্দির
4/5
হুমায়ুন কবীর
5/5
হুমায়ুন কবীর
বিধায়ক আরও বলেন, '২০২৫ সালে ওই মসজিদের শিলান্যাস করা হবে। কিছু লোককে জায়গা খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়েছি তাঁরা প্ল্যান করবেন। এখানে রাজ্য সরকার বা তৃণমূলের কোনও বিষয় নেই। জেলায় ৭০ শতাংশ মুসলিমের বাস। তাদের আবেগকে গুরুত্ব দিয়ে, একটি ট্রাস্টি তৈরি করে মসজিদ তৈরি হবে। পুরনো বাবরির আদলেই তৈরি হবে বেলডাঙ্গার মসজিদে।'
photos