চটজলদি ওজন ঝরাতে 'জুম্বা' করুন, ফল পান হাতেনাতে!

Oct 08, 2018, 15:59 PM IST
1/11

অফিসে সারাদিন হাজারো কাজের চাপ, ঝক্কি। চাপমুক্ত করতে জুম্বা করুন।

2/11

কী এই জুম্বা? এককথায় নাচের তালে ওয়ার্কআউট। কোনও মিউজিক বা গানের সঙ্গে অত্যন্ত দ্রুত ছন্দে নাচ। হাজারো এর উপকারিতা।

3/11

ওজন কমাতে জুম্বার জুড়ি মেলা ভার।

4/11

১ ঘণ্টা জুম্বা করলে আপনার ৪৪৬ ক্যালোরি থেকে ৫৩২ ক্যালোরি খরচ হবে।

5/11

জুম্বা করলে ফিল গুড অনুভব আসে।

6/11

মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। অবসাদ কাটিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে আসে।

7/11

ওজন ঝরানোর পাশাপাশি টোনড বডি পেতেও জুম্বার অব্যর্থ টোটকা।

8/11

জুম্বা আপনার হার্টকে ভালো রাখবে।

9/11

৫০ থেকে ৬০ বছর বয়সী মহিলারাও জমিয়ে করছেন জুম্বা।

10/11

গৃহবধূ থেকে চাকুরিজীবী সবার জন্যই ওষুধের মতো কাজ করছে জুম্বা।

11/11

জিমের থেকেও এখন ঝোঁক বেশি জুম্বায়।