Cyber security: এই ৬টি শব্দ থেকে খুব সাবধান! গুগলে লিখলেই হতে পারেন হ্যাক

Cyber security: আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে ইন্টারনেটে। কীভাবে কী করলে ভালো হয়? শরীর খারাপে কী হতে হয়? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যেকোনো বিষয় নিয়ে আমরা গুগলে গিয়ে সার্চ করি। কিন্তু আপনি কি জানেন এমন কিছু শব্দ আছে যা গুগলে সার্চ করলে সহজেই আপনি হতে পারেন হ্যাক! 

Nov 11, 2024, 19:53 PM IST
1/7

ছয় শব্দ

six words

সম্প্রতি 'নিউ ইয়র্ক পোস্ট' একটি রিপোর্ট করেছে। সেখানেই উল্লেখ রয়েছে এই ছয় শব্দের। এই শব্দগুলি দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে হ্যাক হতে পারে আপনার কম্পিউটার বা ফোন। 

2/7

SOPHOS

SOPHOS

সাইবার সিকিউরিটি ফার্ম SOPHOS একটি হাই অ্যালার্ট জারি করেছে। যেখানে তারা সাধারণ মানুষকে বারবার সতর্ক করছে যাতে তারা এই সাইটে না এন্টার করে। 

3/7

অস্ট্রেলিয়া

Australia

বর্তমানে ভয়ঙ্কর লিংকটি তখনই আসছে যখন আপনি লিখবেন 'অস্ট্রেলিয়া'।

4/7

অস্ট্রেলিয়ান সার্ভার

Australian server

এই মুহূর্তে অস্ট্রেলিয়ান সার্ভারে এই ভয়ঙ্কর লিংকটি ঘুরে বেড়াচ্ছে। 

5/7

হ্যাকার

Hacker

এই শব্দগুলি লিখলে ইউসারের সমস্ত পার্সোনাল তথ্য থেকে ব্যাংক ডিটেলস সহজেই জেনে যাবে হ্যাকাররা।  

6/7

সাইবার এক্সপার্ট

Cyber ​​Expert

সাইবার এক্সপার্টদের মতে, এটাকে 'এসইও পইজিনিং' বলা হয়। 

7/7

Are Bengal cats legal in Australia?

Are Bengal cats legal in Australia?

এই খতরনাক শব্দগুলি হল, 'Are Bengal cats legal in Australia?'। এই ছয়টি শব্দ সার্চ করলেই হ্যাক হতে পারেন আপনি।